০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমর্থক পেটালেন শাকিব

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: সদ্য ইংল্যান্ডকে টি-২০ সিরিজে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বেশ আনন্দের আবহ বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ক্যাপ্টেন শাকিব আল হাসান উঠে এলেন বিতর্কের কেন্দ্রে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ড্রেসিংররুমে তাঁর সঙ্গে তামিম ইকবালের রীতিমতো ঝামেলা চলছিল, যা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

 এবার শাকিব অন্য এক বিতর্কে জড়ালেন। এক সমর্থককে মারধোর করে রীতিমতো বিতর্কের কেন্দ্রে উঠে এলেন। অনেকেই মনে করছেন তাঁর মত শান্ত স্বভাবের মানুষ কীভাবে একজন সমর্থককে মারতে পারেন? আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ জেতার পর শাকিব গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে।

সেখানে তাঁর আসার আগে থেকেই ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রন করতে পারেননি উদ্যোক্তারা। শাকিব যখন সেখানে ঢুকছেন, তখন অজস্র সমর্থক সেখানে ভিড় করে দাঁড়িয়ে। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলতে আবদার করেন, কেউ বা তাঁর সঙ্গে কথা বলতে যান। তারই মধ্যে কেউ একজন শাকিবের মাথার টুপি ধরে টানাটানি করতে শুরু করেন। শাকিব ভীষণ অসন্তুষ্ট হয়ে নিজের মাথার টুপি দিয়েই তাঁকে ঘা কতক দিয়ে দেন। পরে অবশ্য উদ্যোক্তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সমর্থ হন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমর্থক পেটালেন শাকিব

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: সদ্য ইংল্যান্ডকে টি-২০ সিরিজে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বেশ আনন্দের আবহ বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ক্যাপ্টেন শাকিব আল হাসান উঠে এলেন বিতর্কের কেন্দ্রে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ড্রেসিংররুমে তাঁর সঙ্গে তামিম ইকবালের রীতিমতো ঝামেলা চলছিল, যা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

 এবার শাকিব অন্য এক বিতর্কে জড়ালেন। এক সমর্থককে মারধোর করে রীতিমতো বিতর্কের কেন্দ্রে উঠে এলেন। অনেকেই মনে করছেন তাঁর মত শান্ত স্বভাবের মানুষ কীভাবে একজন সমর্থককে মারতে পারেন? আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ জেতার পর শাকিব গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে।

সেখানে তাঁর আসার আগে থেকেই ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রন করতে পারেননি উদ্যোক্তারা। শাকিব যখন সেখানে ঢুকছেন, তখন অজস্র সমর্থক সেখানে ভিড় করে দাঁড়িয়ে। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলতে আবদার করেন, কেউ বা তাঁর সঙ্গে কথা বলতে যান। তারই মধ্যে কেউ একজন শাকিবের মাথার টুপি ধরে টানাটানি করতে শুরু করেন। শাকিব ভীষণ অসন্তুষ্ট হয়ে নিজের মাথার টুপি দিয়েই তাঁকে ঘা কতক দিয়ে দেন। পরে অবশ্য উদ্যোক্তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সমর্থ হন।