১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাকেত গোখলের জামিনের আবেদনে গুজরাত সরকারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূল নেতা সাকেত গোখলের জামিন ইস্যুতে গুজরাত সরকারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত এই নোটিশ দিয়েছে।  সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের কাছে নোটিশের প্রেক্ষিতে আগামী দু-সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে অর্থের অপব্যবহারের অভিযোগে এক মামলায় জেলে রয়েছেন।

বিচারপতি এম সিংভি ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলের জামিনের বিষয়ে গুজরাত সরকারের কাছে প্রতিক্রিয়া চেয়ে এই জবাব তলব করেছে।

আরও পড়ুন: একশো দিনের প্রকল্প মামলা, সুপ্রিম কোর্টে ফের শুনানি ২৭ অক্টোবর

গত ২৩ জানুয়ারি গুজরাত হাই কোর্ট গোখলের জামিন প্রত্যাহার করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পরে তাকে আদালতে যাওয়ার অনুমতি দেয়। গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ইলাহাবাদ ক্রাইম ব্র্যাঞ্চ গোখলেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: এসএসসির গ্রুপ সি ও ডি মামলায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট

সাকেত গোখলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪৬৭ (জালিয়াতি) ধারার অধীনে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, গোখলে একটি ক্রাউডফান্ডিং পোর্টাল, ‘আমাদের গণতন্ত্র’ ব্যবহার করে ১৭০০ জনেরও বেশি মানুষের কাছ থেকে ৭০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন এবং ব্যক্তিগত উদ্দেশ্যে অর্থ ব্যবহার করেছেন।

আরও পড়ুন: সারদা মামলায় রাজীবের জামিন প্রশ্নে সিবিআইয়ের ভূমিকায় বিস্মিত সুপ্রিম কোর্ট

এই প্রসঙ্গে সাকেত গোখলে দাবি করেন, আহেমদাবাদ পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছিলেন।

প্রসঙ্গত, এর আগে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গুজরাতের মোরাবি সেতু বিপর্যয় নিয়ে ভুয়ো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাকেত গোখলের জামিনের আবেদনে গুজরাত সরকারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূল নেতা সাকেত গোখলের জামিন ইস্যুতে গুজরাত সরকারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত এই নোটিশ দিয়েছে।  সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের কাছে নোটিশের প্রেক্ষিতে আগামী দু-সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে অর্থের অপব্যবহারের অভিযোগে এক মামলায় জেলে রয়েছেন।

বিচারপতি এম সিংভি ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলের জামিনের বিষয়ে গুজরাত সরকারের কাছে প্রতিক্রিয়া চেয়ে এই জবাব তলব করেছে।

আরও পড়ুন: একশো দিনের প্রকল্প মামলা, সুপ্রিম কোর্টে ফের শুনানি ২৭ অক্টোবর

গত ২৩ জানুয়ারি গুজরাত হাই কোর্ট গোখলের জামিন প্রত্যাহার করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পরে তাকে আদালতে যাওয়ার অনুমতি দেয়। গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ইলাহাবাদ ক্রাইম ব্র্যাঞ্চ গোখলেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: এসএসসির গ্রুপ সি ও ডি মামলায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট

সাকেত গোখলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪৬৭ (জালিয়াতি) ধারার অধীনে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, গোখলে একটি ক্রাউডফান্ডিং পোর্টাল, ‘আমাদের গণতন্ত্র’ ব্যবহার করে ১৭০০ জনেরও বেশি মানুষের কাছ থেকে ৭০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন এবং ব্যক্তিগত উদ্দেশ্যে অর্থ ব্যবহার করেছেন।

আরও পড়ুন: সারদা মামলায় রাজীবের জামিন প্রশ্নে সিবিআইয়ের ভূমিকায় বিস্মিত সুপ্রিম কোর্ট

এই প্রসঙ্গে সাকেত গোখলে দাবি করেন, আহেমদাবাদ পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছিলেন।

প্রসঙ্গত, এর আগে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গুজরাতের মোরাবি সেতু বিপর্যয় নিয়ে ভুয়ো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয়েছিল।