১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুষলধারে বৃষ্টিতে সবজি ফসলের গোড়ায় এক হাঁটু জল, সূর্যের আলোতে পচনের আশঙ্কা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার
  • / 50

ইনামুল হক, বসিরহাট: রবিবার দুপুর থেকে লাগাতার বৃষ্টির ফলে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের কৃষিজমির সবজি ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছে। যার ফলে একদিকে পটল, উচ্ছে ঝিঙে,কাঁচালঙ্কা গাছের গোড়া জলে ডুবে আছে। সূর্যের আলো উঠলেই সেগুলো পচন শুরু হবে। ফলে সবজির বাজার হবে অগ্নিমূল্য এমনটাই জানাচ্ছেন কৃষকরা। পাশাপাশি শুক্রবার ২৪  হয়ে যাওয়া শিলাবৃষ্টি তারপর রবিবার ঝাপিয়ে বৃষ্টি। সময় যত যাচ্ছে বৃষ্টির পরিমাণ তত বাড়ছে।

তাই চাষিদের কপালে চিন্তার ভাঁজ। নতুন সবজি পটল, উচ্ছে ঢেঁড়স এগুলোর গাছ সূর্যের তাপ পেলেই পচন ধরতে শুরু করবে। কৃষকরা আগাম আবহাওয়া দপ্তরের সর্তকতা পেলেও শেষ মুহূর্তে ফসল তুলতে পারিনি ঘরে। অন্যদিকে ধনে, সরষে মাঠে পড়ে আছে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

শুকিয়ে ঘরে না তুলতে পারলে সেইগুলো পচন ধরবে, পাশাপাশি পোকা লাগবে। এমনটাই জানাচ্ছেন কৃষকরা।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত Uttarakhand

বসিরহাট স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ সন্দেশখালি, হাড়োয়া, মিনাখা সহ ১০ টি ব্লকের বিশেষ করে কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় সেখানে লাগাতার বৃষ্টির ফলে নষ্ট শুরু হবে সবজি ফসলের।

আরও পড়ুন: মেঘভাঙ্গা বৃষ্টিতে চিসোটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬

শীতের শেষে একটু সবজির দাম কমতে শুরু করলে তার উপরে বৃষ্টি দোসর হওয়ায় ফের বাড়তে শুরু করবে সবজি ফসলের দাম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুষলধারে বৃষ্টিতে সবজি ফসলের গোড়ায় এক হাঁটু জল, সূর্যের আলোতে পচনের আশঙ্কা

আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার

ইনামুল হক, বসিরহাট: রবিবার দুপুর থেকে লাগাতার বৃষ্টির ফলে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের কৃষিজমির সবজি ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছে। যার ফলে একদিকে পটল, উচ্ছে ঝিঙে,কাঁচালঙ্কা গাছের গোড়া জলে ডুবে আছে। সূর্যের আলো উঠলেই সেগুলো পচন শুরু হবে। ফলে সবজির বাজার হবে অগ্নিমূল্য এমনটাই জানাচ্ছেন কৃষকরা। পাশাপাশি শুক্রবার ২৪  হয়ে যাওয়া শিলাবৃষ্টি তারপর রবিবার ঝাপিয়ে বৃষ্টি। সময় যত যাচ্ছে বৃষ্টির পরিমাণ তত বাড়ছে।

তাই চাষিদের কপালে চিন্তার ভাঁজ। নতুন সবজি পটল, উচ্ছে ঢেঁড়স এগুলোর গাছ সূর্যের তাপ পেলেই পচন ধরতে শুরু করবে। কৃষকরা আগাম আবহাওয়া দপ্তরের সর্তকতা পেলেও শেষ মুহূর্তে ফসল তুলতে পারিনি ঘরে। অন্যদিকে ধনে, সরষে মাঠে পড়ে আছে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

শুকিয়ে ঘরে না তুলতে পারলে সেইগুলো পচন ধরবে, পাশাপাশি পোকা লাগবে। এমনটাই জানাচ্ছেন কৃষকরা।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত Uttarakhand

বসিরহাট স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ সন্দেশখালি, হাড়োয়া, মিনাখা সহ ১০ টি ব্লকের বিশেষ করে কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় সেখানে লাগাতার বৃষ্টির ফলে নষ্ট শুরু হবে সবজি ফসলের।

আরও পড়ুন: মেঘভাঙ্গা বৃষ্টিতে চিসোটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬

শীতের শেষে একটু সবজির দাম কমতে শুরু করলে তার উপরে বৃষ্টি দোসর হওয়ায় ফের বাড়তে শুরু করবে সবজি ফসলের দাম।