২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধু মুসাওয়ালার মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার মানুষ খালিস্তান জিন্দাবাদ স্লোগান  

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার
  • / 75

পুবের কলম ওয়েবডেস্ক: পঞ্জাবের মানসা জেলার কিষাণমণ্ডীতে পালিত হল গায়ক সিদ্ধু মুসাওয়ালার প্রথম মৃত্যুবার্ষিকী। ইউটিউবে জনপ্রিয় এই ২৮ বছরের গায়ককে ২৯ মে গুলি করে হত্য্যা করা হয়। পঞ্জাবের যুব সমাজের মধ্যে অধিক জনপ্রিয় হলেও খালিস্তানপন্থীরাও এই মশহুর গায়কের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছিল। সে কারণে তার প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে ছিল টানটান উত্তেজনা।

লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয় ভিন্দ্রানওয়ালা নামে খ্যাত অমৃতপাল সিং-এর পরিবারের পক্ষ থেকে বার্ষিকী এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। গ্রেফতারি নিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতায় মানসা জেলায় এই অনুষ্ঠানে হাজার দশেক লোক আসতে পেরেছে। আর এই অনুষ্ঠান থেকেই শোনা গেছে খালিস্তান জিন্দাবাদ  স্লোগান একাধিকবার। কেউ এই স্লোগান থামাবার কোনও চেষ্টা করেনি আর না এই নিয়ে কোনও বিরোধ দেখা গেল এই শোক অনুষ্ঠানে।

সিদ্ধু মুসাওয়ালার পিতা বলবীর সিং এবং মাতা চরণ কাউর উপস্থিত ছিলেন এই সভায়। চরণ কাউর মঞ্চে মাইক হাতে নিয়ে জিজ্ঞেস করেন, আমি তোমাদের শুধু একটা প্রশ্ন করতে চাই আমাদের দেশ আজাদ না গুলাম? উপস্থিত জনতা জানিয়ে দিল গুলাম। আর তখনই শোনা গেল খালিস্তান জিন্দাবাজ আওয়াজ।

সিদ্ধুর পিতা বলবির সিং জানান, আজকের এই পহেলা বর্ষি পালনে বাধা দেওয়ার জন্য রাস্তার উপর ব্যারিকেড তৈরি করা হয়েছে, বহু মানুষকে আটকে দেওয়া হয়েছে। অমৃতপাল সিং-এর গ্রেফতারির বাহানায় আমাদের অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা হয়েছে। সিদ্ধুর মা ১০ হাজার মানুষের সামনে আবার জানালেন, আমাদের কারও এই ভুল ধারনার মধ্যে থাকা উচিত নয় যে আমরা আজাদি পেয়ে গেছি। আজও আমরা গুলাম হয়ে রয়েছি।

 এই বরসী অনুষ্ঠানে প্রচুর যুবক এসেছিল সিদ্ধুর ছবি হাতে নিয়ে, অনেকে তার ছবি দেওয়া গেঞ্জি পরে এসেছে। যে গাড়িতে একে-৪৭ থেকে গুলি ছোঁড়া হয়েছিল হত্যার জন্য সেই কাঁচ ভাঙা গাড়িটিও প্রদর্শনীর জন্য এনে রাখা হয়েছে। তার গানের কলি লেখা গাড়ি ও ছবিতে সাজানো হয় এলাকা। পুলিশ মেটাল ডিটেক্টর লাগিয়ে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে নিজেদের ডিউটি পূরণ করেছে।

সিদ্ধুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে অনেক হিন্দুও এসেছে বলে জানায় স্থানীয় মিডিয়া। মুসা গ্রামে জন্মগ্রহণ করে বলে সিদ্ধুর নামের সঙ্গে মুসাওয়ালা যোগ  হয় আর অল্পদিনেই গানের দুনিয়ায় নিজের জায়গা করে নেয় সে। কিন্তু কোনও গ্যাংস্টার তাকে এইভাবে হত্যা করবে কেন সেই রহস্য এখনও অনাবৃত। তবে যে সময় খালিস্তানপন্থী নেতাকে গ্রেফতার নিয়ে পঞ্জাব ছাউনিতে পরিণত হয়েছে সে সময় এক বিশাল সভায় খালিস্তান জিন্দাবাদ আওয়াজ ওঠায় বিব্রত পঞ্জাবের আপ সরকার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিদ্ধু মুসাওয়ালার মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার মানুষ খালিস্তান জিন্দাবাদ স্লোগান  

আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: পঞ্জাবের মানসা জেলার কিষাণমণ্ডীতে পালিত হল গায়ক সিদ্ধু মুসাওয়ালার প্রথম মৃত্যুবার্ষিকী। ইউটিউবে জনপ্রিয় এই ২৮ বছরের গায়ককে ২৯ মে গুলি করে হত্য্যা করা হয়। পঞ্জাবের যুব সমাজের মধ্যে অধিক জনপ্রিয় হলেও খালিস্তানপন্থীরাও এই মশহুর গায়কের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছিল। সে কারণে তার প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে ছিল টানটান উত্তেজনা।

লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয় ভিন্দ্রানওয়ালা নামে খ্যাত অমৃতপাল সিং-এর পরিবারের পক্ষ থেকে বার্ষিকী এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। গ্রেফতারি নিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতায় মানসা জেলায় এই অনুষ্ঠানে হাজার দশেক লোক আসতে পেরেছে। আর এই অনুষ্ঠান থেকেই শোনা গেছে খালিস্তান জিন্দাবাদ  স্লোগান একাধিকবার। কেউ এই স্লোগান থামাবার কোনও চেষ্টা করেনি আর না এই নিয়ে কোনও বিরোধ দেখা গেল এই শোক অনুষ্ঠানে।

সিদ্ধু মুসাওয়ালার পিতা বলবীর সিং এবং মাতা চরণ কাউর উপস্থিত ছিলেন এই সভায়। চরণ কাউর মঞ্চে মাইক হাতে নিয়ে জিজ্ঞেস করেন, আমি তোমাদের শুধু একটা প্রশ্ন করতে চাই আমাদের দেশ আজাদ না গুলাম? উপস্থিত জনতা জানিয়ে দিল গুলাম। আর তখনই শোনা গেল খালিস্তান জিন্দাবাজ আওয়াজ।

সিদ্ধুর পিতা বলবির সিং জানান, আজকের এই পহেলা বর্ষি পালনে বাধা দেওয়ার জন্য রাস্তার উপর ব্যারিকেড তৈরি করা হয়েছে, বহু মানুষকে আটকে দেওয়া হয়েছে। অমৃতপাল সিং-এর গ্রেফতারির বাহানায় আমাদের অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা হয়েছে। সিদ্ধুর মা ১০ হাজার মানুষের সামনে আবার জানালেন, আমাদের কারও এই ভুল ধারনার মধ্যে থাকা উচিত নয় যে আমরা আজাদি পেয়ে গেছি। আজও আমরা গুলাম হয়ে রয়েছি।

 এই বরসী অনুষ্ঠানে প্রচুর যুবক এসেছিল সিদ্ধুর ছবি হাতে নিয়ে, অনেকে তার ছবি দেওয়া গেঞ্জি পরে এসেছে। যে গাড়িতে একে-৪৭ থেকে গুলি ছোঁড়া হয়েছিল হত্যার জন্য সেই কাঁচ ভাঙা গাড়িটিও প্রদর্শনীর জন্য এনে রাখা হয়েছে। তার গানের কলি লেখা গাড়ি ও ছবিতে সাজানো হয় এলাকা। পুলিশ মেটাল ডিটেক্টর লাগিয়ে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে নিজেদের ডিউটি পূরণ করেছে।

সিদ্ধুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে অনেক হিন্দুও এসেছে বলে জানায় স্থানীয় মিডিয়া। মুসা গ্রামে জন্মগ্রহণ করে বলে সিদ্ধুর নামের সঙ্গে মুসাওয়ালা যোগ  হয় আর অল্পদিনেই গানের দুনিয়ায় নিজের জায়গা করে নেয় সে। কিন্তু কোনও গ্যাংস্টার তাকে এইভাবে হত্যা করবে কেন সেই রহস্য এখনও অনাবৃত। তবে যে সময় খালিস্তানপন্থী নেতাকে গ্রেফতার নিয়ে পঞ্জাব ছাউনিতে পরিণত হয়েছে সে সময় এক বিশাল সভায় খালিস্তান জিন্দাবাদ আওয়াজ ওঠায় বিব্রত পঞ্জাবের আপ সরকার।