০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় প্রকাশিত হল কন্যাশ্লোক পত্রিকা

পারিজাত মোল্লা: মৌনমুখর সাহিত্য পত্রিকা-র একটি উদ্যোগ আজ শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল-এ ( ৫৫ নং সূর্য সেন স্ট্রিট) ” কন্যাশ্লোক” পত্রিকার  তৃতীয় বর্ষের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ” মনন ” এর কর্ণধার তথা বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী পার্থ বসু ও বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতি রাতুলা বসু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা বরুয়া, সেফালী দেবনাথ,  মিনু রায়,  শম্পা গুহ, বাচিক শিল্পী অন্তরা সিংহরায় প্রমুখ।

কলকাতায় প্রকাশিত হল কন্যাশ্লোক পত্রিকা

কন্যাশ্লোক পত্রিকার সভাপতি সন্দীপ রায় ও সম্পাদক পত্রালি গুহ বিশিষ্ট গুণীজনদের হাতে কন্যাশ্লোক পত্রিকাটি তুলে দেন। পত্রিকার পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, মনন বাচিক সংস্থার পক্ষ থেকে শ্রুতিনাটক পরিবেশিত হয়।

পত্রিকা প্রকাশ, বক্তব্য ,আবৃত্তি, কবিতা কোলাজ, গান, কবিতা পাঠে জমজমাট ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকের উপস্থিত ছিল নজরকাড়া। বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০ জন কবি ও শিল্পীগণ উপস্থিত ছিলেন।

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় প্রকাশিত হল কন্যাশ্লোক পত্রিকা

আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার

পারিজাত মোল্লা: মৌনমুখর সাহিত্য পত্রিকা-র একটি উদ্যোগ আজ শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল-এ ( ৫৫ নং সূর্য সেন স্ট্রিট) ” কন্যাশ্লোক” পত্রিকার  তৃতীয় বর্ষের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ” মনন ” এর কর্ণধার তথা বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী পার্থ বসু ও বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতি রাতুলা বসু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা বরুয়া, সেফালী দেবনাথ,  মিনু রায়,  শম্পা গুহ, বাচিক শিল্পী অন্তরা সিংহরায় প্রমুখ।

কলকাতায় প্রকাশিত হল কন্যাশ্লোক পত্রিকা

কন্যাশ্লোক পত্রিকার সভাপতি সন্দীপ রায় ও সম্পাদক পত্রালি গুহ বিশিষ্ট গুণীজনদের হাতে কন্যাশ্লোক পত্রিকাটি তুলে দেন। পত্রিকার পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, মনন বাচিক সংস্থার পক্ষ থেকে শ্রুতিনাটক পরিবেশিত হয়।

পত্রিকা প্রকাশ, বক্তব্য ,আবৃত্তি, কবিতা কোলাজ, গান, কবিতা পাঠে জমজমাট ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকের উপস্থিত ছিল নজরকাড়া। বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০ জন কবি ও শিল্পীগণ উপস্থিত ছিলেন।