২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ার নয়, নির্দেশিকা রাজ্য পুলিশের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার
  • / 93

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী, সেই বিষয়ে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশ মেনে এবার সিভিক ভলান্টিয়ারদের কাজের বিষয়ে নির্দেশিকা জারি করা হল রাজ্য পুলিশের তরফে।

রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা বলা হয়েছে, আইনশৃঙ্খলার কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। একইসঙ্গে সিভিকদের কাজ কী হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

আরও পড়ুন: ঈদ: রাজ্য পুলিশকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা।  নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি পার্কিং রোখা এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায়ও থাকবেন সিভিকরা।

আরও পড়ুন: আইনশৃঙ্খলায় সিভিক ভলান্টিয়ার নয়, ফের বার্তা বিচারপতি রাজশেখর মান্থারের

উল্লেখ্য, গত ২১ মার্চ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিভিক ভলান্টিয়ারদের  ভূমিকা কী সেই বিষয়ে নির্দেশিকা তৈরি করার। রাজ্য পুলিশের আইজিকে নির্দেশিকা তৈরি করে আগামী ২৯ মার্চের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ মেনে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ।

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের গাইডলাইন বেঁধে দিতে আইজিকে নির্দেশ হাইকোর্টের 

সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের এক কর্মসূচির সূচনা করা হয়। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেওয়ার কথা বলা হয় জেলা পুলিশের তরফে। যা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে। যদিও রাজ্যের স্কুল শিক্ষা দফতর পরে অবিলম্বে এই কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ার নয়, নির্দেশিকা রাজ্য পুলিশের

আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী, সেই বিষয়ে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশ মেনে এবার সিভিক ভলান্টিয়ারদের কাজের বিষয়ে নির্দেশিকা জারি করা হল রাজ্য পুলিশের তরফে।

রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা বলা হয়েছে, আইনশৃঙ্খলার কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। একইসঙ্গে সিভিকদের কাজ কী হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

আরও পড়ুন: ঈদ: রাজ্য পুলিশকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা।  নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি পার্কিং রোখা এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায়ও থাকবেন সিভিকরা।

আরও পড়ুন: আইনশৃঙ্খলায় সিভিক ভলান্টিয়ার নয়, ফের বার্তা বিচারপতি রাজশেখর মান্থারের

উল্লেখ্য, গত ২১ মার্চ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিভিক ভলান্টিয়ারদের  ভূমিকা কী সেই বিষয়ে নির্দেশিকা তৈরি করার। রাজ্য পুলিশের আইজিকে নির্দেশিকা তৈরি করে আগামী ২৯ মার্চের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ মেনে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ।

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের গাইডলাইন বেঁধে দিতে আইজিকে নির্দেশ হাইকোর্টের 

সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের এক কর্মসূচির সূচনা করা হয়। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেওয়ার কথা বলা হয় জেলা পুলিশের তরফে। যা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে। যদিও রাজ্যের স্কুল শিক্ষা দফতর পরে অবিলম্বে এই কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি।’