০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসাথী নিয়ে জটিলতা কাটাতে পৃথক ইউনিট গড়বে রাজ্য

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 36

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রায়শই নানা অভিযোগের কথা শোনা যায়। বিশেষ করে বেসরকারি হাসপাতাল তথা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির দিকেই অভিযোগের আঙুল ওঠে। তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে ভোগান্তি পোহানোর ঘটনা প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে। এ বার সেই সমস্ত বিষয়ে সমস্যার সমাধান করতে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট’ (পিএমইউ) গড়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এই পিএমইউ গড়ার কথা ঘোষণা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ‘‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু কিছু অভিযোগ আমরা শুনি। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কেউ কোনও অভিযোগ করেন, তা হলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে সমস্যা প্রতিকার করা যায় বা সুরাহা হয়। সেই জন্য এই ইউনিট আগামী দিনে কাজ করবে।’’

এই পিএমইউ গঠন হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোনও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া না হলে তা কেন নেওয়া হচ্ছে না, তাও জানতে চাইবে এই পিএমউই। অনলাইন ও অফলাইন দু’টি পদ্ধতিতে নিজেদের অভিযোগ জানাতে পারবে আম জনতা।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যসাথী নিয়ে জটিলতা কাটাতে পৃথক ইউনিট গড়বে রাজ্য

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রায়শই নানা অভিযোগের কথা শোনা যায়। বিশেষ করে বেসরকারি হাসপাতাল তথা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির দিকেই অভিযোগের আঙুল ওঠে। তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে ভোগান্তি পোহানোর ঘটনা প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে। এ বার সেই সমস্ত বিষয়ে সমস্যার সমাধান করতে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট’ (পিএমইউ) গড়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এই পিএমইউ গড়ার কথা ঘোষণা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ‘‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু কিছু অভিযোগ আমরা শুনি। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কেউ কোনও অভিযোগ করেন, তা হলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে সমস্যা প্রতিকার করা যায় বা সুরাহা হয়। সেই জন্য এই ইউনিট আগামী দিনে কাজ করবে।’’

এই পিএমইউ গঠন হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোনও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া না হলে তা কেন নেওয়া হচ্ছে না, তাও জানতে চাইবে এই পিএমউই। অনলাইন ও অফলাইন দু’টি পদ্ধতিতে নিজেদের অভিযোগ জানাতে পারবে আম জনতা।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের