ঠাকুরপুকুর ইএসআইয়ে মেডিক্যাল ছাত্রীর আত্মহত্যা
ইমামা খাতুন
- আপডেট :
২৯ মার্চ ২০২৩, বুধবার
- / 9
প্রতীকী ছবি
পুবের কলম প্রতিবেদক: বুধবার ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের হস্টেলে মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। কী কারণে জীবন শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। পড়াশোনার অতিরিক্ত চাপ নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, আত্মঘাতী ছাত্রীর নাম জ্যোতি গর্গ (২২)। সে আগ্রার বাসিন্দা। ঠাকুরপুকুর ইএসআই মেডিক্যালের তৃতীয় বর্ষের পড়ুয়া জ্যোতি। বেশ মেধাবী ছাত্রীই ছিলেন জ্যোতি। শেষবার সেমেস্টারে দশম স্থান দখল করেছিলেন। বুধবার সকাল নটা বেজে গেলেও জ্যোতির ঘরের দরজা বন্ধ ছিল। তারপর শুরু হয় ডাকাডাকি। কোনও সাড়াশব্দ না পেয়ে বন্ধুরা পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে হস্টেলের ঘরের দরজা খুলে তাজ্জব হয়ে যায় পুলিশ। পুলিশ কর্মীরা দেখেন ঝুলছেন জ্যোতি। তারপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, জ্যোতির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। ওই নোটে কী লেখা রয়েছে, তা এখনও জানায়নি পুলিশ। এ দিকে মৃত্যুর ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ইএসআই কর্তৃপক্ষ। ছাত্রীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।