০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস, দ্রূত আরোগ্য কামনায় গোটা বিশ্ব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্ক: গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন ৮৬ বছরের পোপ। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, পোপের শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পোপ ফ্রান্সিসের কোভিড পরীক্ষাও করা হয়েছে তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।আগামী কয়েকদিন আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে বলেই জানানো হয়েছে। পোপের সুস্থতায় গোটা দেশের আরোগ্য কামনা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ললিত মোদি, দ্রুত আরোগ্য চেয়ে ট্যুইট সুস্মিতার ভাইয়ের 

৮৬ বছরের পোপ ফ্রান্সিস বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁর নানা সফরও বাতিল করতে হয়। বুধবারও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরেই পোপ ফ্রান্সিস শ্বাস নিতে সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা জানা যায়। পোপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসার দরকার।”

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় সম্প্রীতির ছবি হাওড়ার ডোমজুড়ে

এর আগে, পোপকেও ২০২১ সালের জুলাইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ বাদ দিতে হয়। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বুধবার বলেছেন, ‘পোপ ফ্রান্সিসের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রুনি জানান, আর্জেন্টিনা, ইতালি সহ বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সোনিয়া গান্ধির দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট প্রধানমন্ত্রীর

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস, দ্রূত আরোগ্য কামনায় গোটা বিশ্ব

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন ৮৬ বছরের পোপ। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, পোপের শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পোপ ফ্রান্সিসের কোভিড পরীক্ষাও করা হয়েছে তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।আগামী কয়েকদিন আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে বলেই জানানো হয়েছে। পোপের সুস্থতায় গোটা দেশের আরোগ্য কামনা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ললিত মোদি, দ্রুত আরোগ্য চেয়ে ট্যুইট সুস্মিতার ভাইয়ের 

৮৬ বছরের পোপ ফ্রান্সিস বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁর নানা সফরও বাতিল করতে হয়। বুধবারও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরেই পোপ ফ্রান্সিস শ্বাস নিতে সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা জানা যায়। পোপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসার দরকার।”

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় সম্প্রীতির ছবি হাওড়ার ডোমজুড়ে

এর আগে, পোপকেও ২০২১ সালের জুলাইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ বাদ দিতে হয়। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বুধবার বলেছেন, ‘পোপ ফ্রান্সিসের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রুনি জানান, আর্জেন্টিনা, ইতালি সহ বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সোনিয়া গান্ধির দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট প্রধানমন্ত্রীর