০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে হাওড়ার বালিতে বিক্ষোভ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 52

আইভি আদক, হাওড়া:  বালিতে রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মিছিলের উদ্যোক্তারা। বালির লালবাবা কলেজের সামনে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয়েছিল এই ধর্মীয় মিছিল।

উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায়। কিন্তু যে রুটের জন্য তারা আবেদন করেছিলেন পুলিশ সেই সব রুটে তাদের যেতে দেয়নি। অভিযোগ, পুলিশ অন্য রুট দিয়ে মিছিল ঘুরিয়ে দেয়। এরই প্রতিবাদে উদ্যোক্তারা এদিন বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে হাওড়ার বালিতে বিক্ষোভ

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

উল্লেখ্য, এদিন বালিখাল থেকে শুরু করে বেলুড় বাজার বিজেপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিল। বিজেপির বালি মন্ডলের প্রাক্তন সভাপতি রাজা গোস্বামী জানান, এদিন রামনবমীর শোভাযাত্রা ছিল। রাষ্ট্র সংঘতির পক্ষ থেকে সমগ্র বালি জুড়ে এই শোভাযাত্রার অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু যিনি অনুমতি নিতে গিয়েছিলেন তাকে পুলিশ নিজেদের মতো করে রুটের অনুমতি দিয়েছিল।

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

র‍্যালি করার জন্য যে রুট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল তা করতে দেওয়া হয়নি। তিনি বলেন, প্রতি বছর র‍্যালিকে পুলিশ আটকাচ্ছে। এইভাবে র‍্যালি আটকানো যাবে না। পরবর্তী বছরে অনুমতি নিয়ে র‍্যালি করা হলেও পুলিশের রুটে র‍্যালি আমরা আর করব না। আমাদের র‍্যালি নিজেদের মতো করেই আগামী দিনে সফল করব। যখন আমাদের রুটে যাওয়ার জন্য এগোলেই বারেবারে পুলিশ বাধা দিচ্ছে এতে বাধ্য হয়েই রাস্তা অবরোধ করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে হাওড়ার বালিতে বিক্ষোভ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

আইভি আদক, হাওড়া:  বালিতে রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মিছিলের উদ্যোক্তারা। বালির লালবাবা কলেজের সামনে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয়েছিল এই ধর্মীয় মিছিল।

উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায়। কিন্তু যে রুটের জন্য তারা আবেদন করেছিলেন পুলিশ সেই সব রুটে তাদের যেতে দেয়নি। অভিযোগ, পুলিশ অন্য রুট দিয়ে মিছিল ঘুরিয়ে দেয়। এরই প্রতিবাদে উদ্যোক্তারা এদিন বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

রামনবমীর মিছিল অন্য রুট দিয়ে ঘোরানোর প্রতিবাদে হাওড়ার বালিতে বিক্ষোভ

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

উল্লেখ্য, এদিন বালিখাল থেকে শুরু করে বেলুড় বাজার বিজেপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিল। বিজেপির বালি মন্ডলের প্রাক্তন সভাপতি রাজা গোস্বামী জানান, এদিন রামনবমীর শোভাযাত্রা ছিল। রাষ্ট্র সংঘতির পক্ষ থেকে সমগ্র বালি জুড়ে এই শোভাযাত্রার অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু যিনি অনুমতি নিতে গিয়েছিলেন তাকে পুলিশ নিজেদের মতো করে রুটের অনুমতি দিয়েছিল।

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

র‍্যালি করার জন্য যে রুট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল তা করতে দেওয়া হয়নি। তিনি বলেন, প্রতি বছর র‍্যালিকে পুলিশ আটকাচ্ছে। এইভাবে র‍্যালি আটকানো যাবে না। পরবর্তী বছরে অনুমতি নিয়ে র‍্যালি করা হলেও পুলিশের রুটে র‍্যালি আমরা আর করব না। আমাদের র‍্যালি নিজেদের মতো করেই আগামী দিনে সফল করব। যখন আমাদের রুটে যাওয়ার জন্য এগোলেই বারেবারে পুলিশ বাধা দিচ্ছে এতে বাধ্য হয়েই রাস্তা অবরোধ করা হয়েছে।