২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোরের মন্দিরে কুয়ো ভেঙে মৃত ৩৫

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 31

পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে  কুয়োর ভিতরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দু’জন চিকিৎসার পরে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’’

সূত্রের খবর অনুসারে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়েছিল এবং তা এখনও জারি রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে ওই মন্দিরে পুজো দিতে যান বহু পুণ্যার্থীরা। ভিড়ের চাপে কুয়োর ওপরের ছাদ ধসে  গেলে বহু পুণ্যার্থী কুয়োর ভিতরে জলে পড়ে যান। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

 শুক্রবার সকালে ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে।

কী করে এই ঘটনা ঘটলো, মন্দির কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ এবং আহতদের পরিবার  পিছু দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোরের মন্দিরে কুয়ো ভেঙে মৃত ৩৫

আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে  কুয়োর ভিতরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দু’জন চিকিৎসার পরে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’’

সূত্রের খবর অনুসারে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়েছিল এবং তা এখনও জারি রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে ওই মন্দিরে পুজো দিতে যান বহু পুণ্যার্থীরা। ভিড়ের চাপে কুয়োর ওপরের ছাদ ধসে  গেলে বহু পুণ্যার্থী কুয়োর ভিতরে জলে পড়ে যান। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

 শুক্রবার সকালে ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে।

কী করে এই ঘটনা ঘটলো, মন্দির কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ এবং আহতদের পরিবার  পিছু দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।