উৎপাদন নেই, শ্রমিকদের না জানিয়েই বন্ধ করে দেওয়া হল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল

- আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার
- / 24
আইভি আদক, হাওড়া: প্রোডাকশন নেই। উৎপাদন শূন্য। শ্রমিকদের কিছু না জানিয়েই আগামী সাত দিনের জন্য মিল বন্ধ করে দিলেন মালিকপক্ষ। শ্রমিক অসন্তোষ হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে।
জানা গেছে, এই মিলে ২৪ শতাংশ রাজ্য সরকারের শেয়ার থাকলেও বাকি ৭৬ শতাংশ শেয়ারই প্রাইভেট মালিকের। শ্রমিকদের অভিযোগ, ওই প্রাইভেট মালিক আবার এখানে আরও ২-৩টি অর্থলগ্নি সংস্থাকে মিল চালানোর দায়িত্ব দিয়েছে। এর জেরে বর্তমানে মিলের কর্তৃত্ব নিয়ে তাদের নিজেদের মধ্যেই চলছে গন্ডগোল। এরই প্রভাব পড়ছে কাজেও। আজ সকাল থেকে মিল বন্ধ।
শ্রমিকদের না জানিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে কাঁচামাল আমদানি। পাশাপাশি সকাল থেকে কাজকর্ম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহের জন্য বলা হলেও পূর্বের অভিজ্ঞতা থেকে শ্রমিকদের আশঙ্কা কবে মিল খুলবে খুবই দুশ্চিন্তা। এই নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জুটমিলে। কয়েকদিন আগে মিলের মালিকপক্ষের শরিকি বচসায় উত্তপ্ত হয়েছিল ভারত জুটমিল। এখন কর্মহীন হওয়ার আশঙ্কায় কয়েকশো শ্রমিক।