১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 17

পারিজাত মোল্লা: এই প্রথম হিন্দি মুভির শুটিং হলো মুর্শিদাবাদে।  শনিবার থেকে শুরু হল  অর্ক প্রযোজনায় সারফারাজ খানের পরিচালনায় লাইফ ইজ মাই লাইফের শুটিং। বলিউডের নামী অভিনেতাদের মধ্যে রাজপাল যাদব নিঃসন্দেহে একটি পরিচিত নাম। রাজপাল হয়তো কমেডি চরিত্রের জন্য বেশি পরিচিত।

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আরও পড়ুন: মুর্শিদাবাদে নতুন মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, আইনশৃঙ্খলায় বাড়তি নজর

এবারও মুর্শিদাবাদের লাভ ইস মাই লাইফের হিন্দি সিনেমার শুটিংয়ে দেখা যাবে কমেডি চরিত্রে রাজপাল যাদবকে।  এই সিনেমায় তাকে দেখা যাবে নায়িকার দাদার ভূমিকায়। এ ছবিতে  নায়িকার বাবা অর্থাৎ ভরত কোল চান না তার মেয়ে  কোনো এক দরিদ্র পরিবারের ছেলেকে ভালোবাসে।  বিপরীতে দেখা যায় দরিদ্র পরিবারের ছেলে অর্ক কলেজ জীবনে ভরত কোলের  একমাত্র মেয়ে আলিয়াকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। আলিয়া ও অর্কের এই ভালোবাসায় তাদের জীবনে আনে বিপদ। এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হয় সেটাই  তুলে ধরেছেন আলিয়া চিএনাট্যে।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

বলা বাহুল্য   এ সিনেমার মূল চরিত্রে রয়েছে নবগত অভিনেতা অর্ক এবং আলিয়া। কোরিওগ্রাফিতে   রয়েছেন শ্রীকান্ত জার প্রিন্স।  জেলার বিভিন্ন আগামী ৫ দিন ধরে হবে এ মুভির শুটিং । শুক্রবারই পৌছে গেছেন অভিনেতা অভিনেত্রী সহ প্রযোজক ডিরেক্টর পুরো টিম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা: এই প্রথম হিন্দি মুভির শুটিং হলো মুর্শিদাবাদে।  শনিবার থেকে শুরু হল  অর্ক প্রযোজনায় সারফারাজ খানের পরিচালনায় লাইফ ইজ মাই লাইফের শুটিং। বলিউডের নামী অভিনেতাদের মধ্যে রাজপাল যাদব নিঃসন্দেহে একটি পরিচিত নাম। রাজপাল হয়তো কমেডি চরিত্রের জন্য বেশি পরিচিত।

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আরও পড়ুন: মুর্শিদাবাদে নতুন মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর, আইনশৃঙ্খলায় বাড়তি নজর

এবারও মুর্শিদাবাদের লাভ ইস মাই লাইফের হিন্দি সিনেমার শুটিংয়ে দেখা যাবে কমেডি চরিত্রে রাজপাল যাদবকে।  এই সিনেমায় তাকে দেখা যাবে নায়িকার দাদার ভূমিকায়। এ ছবিতে  নায়িকার বাবা অর্থাৎ ভরত কোল চান না তার মেয়ে  কোনো এক দরিদ্র পরিবারের ছেলেকে ভালোবাসে।  বিপরীতে দেখা যায় দরিদ্র পরিবারের ছেলে অর্ক কলেজ জীবনে ভরত কোলের  একমাত্র মেয়ে আলিয়াকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। আলিয়া ও অর্কের এই ভালোবাসায় তাদের জীবনে আনে বিপদ। এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হয় সেটাই  তুলে ধরেছেন আলিয়া চিএনাট্যে।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

হিন্দি ছবির শুটিংয়ে মুর্শিদাবাদে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

বলা বাহুল্য   এ সিনেমার মূল চরিত্রে রয়েছে নবগত অভিনেতা অর্ক এবং আলিয়া। কোরিওগ্রাফিতে   রয়েছেন শ্রীকান্ত জার প্রিন্স।  জেলার বিভিন্ন আগামী ৫ দিন ধরে হবে এ মুভির শুটিং । শুক্রবারই পৌছে গেছেন অভিনেতা অভিনেত্রী সহ প্রযোজক ডিরেক্টর পুরো টিম।