৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে চরম নৈরাজ্য, ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা: আতিক হত্যাকাণ্ডে ট্যুইট  মমতার

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 56

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমদ খুনের ঘটনায় এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন এবং সংবাদমাধ্যমের সামনে এভাবে বিচারাধীন এক বন্দিকে গুলি করে খুন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

 নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত! এটা লজ্জাজনক যে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরণের  বেআইনি কাজের কোনও স্থান নেই।

অন্যদিকে, এদিন বীরভূমের সভা থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যেও উঠে এসেছে উত্তরপ্রদেশের এনকাউন্টারের কথা। বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে ফিরহাদ বলেন, “এখানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতে দেওয়া হয় না। বিজেপির কথায় যদি ভুল করেন,  তবে বাংলা হয়ে যাবে উত্তরপ্রদেশ।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে চরম নৈরাজ্য, ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা: আতিক হত্যাকাণ্ডে ট্যুইট  মমতার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমদ খুনের ঘটনায় এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন এবং সংবাদমাধ্যমের সামনে এভাবে বিচারাধীন এক বন্দিকে গুলি করে খুন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

 নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত! এটা লজ্জাজনক যে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরণের  বেআইনি কাজের কোনও স্থান নেই।

অন্যদিকে, এদিন বীরভূমের সভা থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যেও উঠে এসেছে উত্তরপ্রদেশের এনকাউন্টারের কথা। বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে ফিরহাদ বলেন, “এখানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতে দেওয়া হয় না। বিজেপির কথায় যদি ভুল করেন,  তবে বাংলা হয়ে যাবে উত্তরপ্রদেশ।”