১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৩ বছর পর কলকাতায় আসছেন সলমন খান

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 103

পুবের কলম প্রতিবেদকঃ  আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। সব বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে প্রায় ১৩ বছর পর কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। আগামী ১৩ মে কোলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই গুঞ্জনে উঠেছিল যে, বোধহয় সলমন

আগামী ১৩ মে কলকাতা কাঁপাতে আসছেন বলিউডের ভাইজান। আক্ষরিক ভাইজানের উপস্থিতি ব্যপক ভিড়ের সৃষ্টি করবে যে, তা বলাই বাহুল্য! বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ করার সুযোগ মিলবে তিলোত্তমা বাসীদের। ময়দানের কাছে ইস্টবেঙ্গলের মাঠেই সলমনের ইভেন্টটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ভাইজান শুধু একা নয়, তাঁর সঙ্গে আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া সহ আরও অনেকে।

গত কয়েক বছরে বিভিন্ন কারণে তাঁর কলকাতা সফর বাতিল হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ ভক্তদের জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০০৯ সালে, সলমন ‘ওয়ান্টেড’ এর প্রচারের অংশ হিসাবে মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে থাকার কথা ছিল।কিন্তু শেষমেষ অনিয়ন্ত্রিত ভিড়ের জন্যে প্রদর্শনী ম্যাচটি বাতিল করা হয়। আর সলমনকে হোটেলে ফিরে যেতে হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৩ বছর পর কলকাতায় আসছেন সলমন খান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। সব বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে প্রায় ১৩ বছর পর কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। আগামী ১৩ মে কোলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই গুঞ্জনে উঠেছিল যে, বোধহয় সলমন

আগামী ১৩ মে কলকাতা কাঁপাতে আসছেন বলিউডের ভাইজান। আক্ষরিক ভাইজানের উপস্থিতি ব্যপক ভিড়ের সৃষ্টি করবে যে, তা বলাই বাহুল্য! বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ করার সুযোগ মিলবে তিলোত্তমা বাসীদের। ময়দানের কাছে ইস্টবেঙ্গলের মাঠেই সলমনের ইভেন্টটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ভাইজান শুধু একা নয়, তাঁর সঙ্গে আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া সহ আরও অনেকে।

গত কয়েক বছরে বিভিন্ন কারণে তাঁর কলকাতা সফর বাতিল হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ ভক্তদের জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০০৯ সালে, সলমন ‘ওয়ান্টেড’ এর প্রচারের অংশ হিসাবে মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে থাকার কথা ছিল।কিন্তু শেষমেষ অনিয়ন্ত্রিত ভিড়ের জন্যে প্রদর্শনী ম্যাচটি বাতিল করা হয়। আর সলমনকে হোটেলে ফিরে যেতে হয়।