০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার তাঁর কোভিড-১৯-এর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। জানা গেছে, চিকিৎসকের পরামর্শে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তার বাসভবনে নিভৃতাবাসে আছেন।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নয়াদিল্লিতে বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্তের কারণে সেই অনুষ্ঠানে থাকবেন না তিনি। রাজনাথ সিং নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে মৃদু উপসর্গ আছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় ১২,৫৯১টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। বুধবার যা ছিল ১০, ৫৪২৷ নতুন কেসের সঙ্গে সঙ্গে, ভারতের অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬৫,২৮৬।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

সরকারি তথ্য অনুসারে, সুস্থতার সংখ্যা ১০,৮২৭ এবং এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৪,৪২,৬১,৪৭৬-টি। দৈনিক পজেটিভিটির হার ৫.৪৬ শতাংশ এবং সাপ্তাহিক পজেটিভিটি হার ৫.৩২ শতাংশতে এসে দাঁড়িয়েছে। বর্তমানে, অ্যাক্টিভ কেস ০.১৫ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লি ও মহারাষ্ট্রে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার তাঁর কোভিড-১৯-এর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। জানা গেছে, চিকিৎসকের পরামর্শে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তার বাসভবনে নিভৃতাবাসে আছেন।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নয়াদিল্লিতে বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্তের কারণে সেই অনুষ্ঠানে থাকবেন না তিনি। রাজনাথ সিং নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে মৃদু উপসর্গ আছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় ১২,৫৯১টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। বুধবার যা ছিল ১০, ৫৪২৷ নতুন কেসের সঙ্গে সঙ্গে, ভারতের অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬৫,২৮৬।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

সরকারি তথ্য অনুসারে, সুস্থতার সংখ্যা ১০,৮২৭ এবং এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৪,৪২,৬১,৪৭৬-টি। দৈনিক পজেটিভিটির হার ৫.৪৬ শতাংশ এবং সাপ্তাহিক পজেটিভিটি হার ৫.৩২ শতাংশতে এসে দাঁড়িয়েছে। বর্তমানে, অ্যাক্টিভ কেস ০.১৫ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লি ও মহারাষ্ট্রে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে