০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া উপকূলে ৫৭ লাশ

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 60

পুবের কলম,ওয়েবডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী দু’টি নৌকা ডুবে গেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৭ জনের। নৌকাডুবির পর লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরের উপকূলে এসব মৃতদেহ ভেসে আসে। পরে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। নৌকাডুবির পর পশ্চিম লিবিয়ার বিভিন্ন শহরে অন্তত ৫৭টি মৃতদেহ উপকূলে ভেসে এসেছে। ডুবে যাওয়া নৌকায় থাকা একজন জীবিত ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টায় ইউরোপের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। বাসসাম মাহমুদ নামে ওই ব্যক্তি আরও বলেন, নৌকা ডুবে যেতে থাকলে, তর্ক-বিতর্ক শুরু হয়। তা সত্ত্বেও নৌকা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিটি নৌকা থামাতে রাজি হননি। উপকূলরক্ষী কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানিয়েছেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মৃত শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশরের নাগরিক। পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, তারা গত ৬ দিনে সমুদ্র উপকূল থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করেছেন। মৃতদের সবাই একই নৌকার যাত্রী ও অবৈধ অভিবাসন প্রত্যাশী। আগামীতে আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ত্রাণকর্মী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে ভূমধ্যসাগর দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এখনও পর্যন্ত ৪৪১ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিবিয়া উপকূলে ৫৭ লাশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী দু’টি নৌকা ডুবে গেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৭ জনের। নৌকাডুবির পর লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরের উপকূলে এসব মৃতদেহ ভেসে আসে। পরে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। নৌকাডুবির পর পশ্চিম লিবিয়ার বিভিন্ন শহরে অন্তত ৫৭টি মৃতদেহ উপকূলে ভেসে এসেছে। ডুবে যাওয়া নৌকায় থাকা একজন জীবিত ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টায় ইউরোপের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। বাসসাম মাহমুদ নামে ওই ব্যক্তি আরও বলেন, নৌকা ডুবে যেতে থাকলে, তর্ক-বিতর্ক শুরু হয়। তা সত্ত্বেও নৌকা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিটি নৌকা থামাতে রাজি হননি। উপকূলরক্ষী কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানিয়েছেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মৃত শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশরের নাগরিক। পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, তারা গত ৬ দিনে সমুদ্র উপকূল থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করেছেন। মৃতদের সবাই একই নৌকার যাত্রী ও অবৈধ অভিবাসন প্রত্যাশী। আগামীতে আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ত্রাণকর্মী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে ভূমধ্যসাগর দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এখনও পর্যন্ত ৪৪১ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।