২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 112

পুবের কলম প্রতিবেদক:  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দৈনিক ‘পুবের কলম’ প্রতি বছর একটি বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করে থাকে। এপার বাংলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নানা কারণে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কোভিড-১৯ ও লকডাউনসহ আনুষঙ্গিক নানা কারণে আগের কয়েকটি বছর ঠিকঠাক ঈদসংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ একটি ঈদসংখ্যার অভাববোধ করার কথা পাঠক-পাঠিকারা বার বার জানিয়েছেন। তাই এবার ঈদের সওগাত হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি চমৎকার সমৃদ্ধ ঈদসংখ্যা।

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

এর পরবর্তী পদক্ষেপ হিসেবে শনিবার সাংবাদিক, সাহিত্যিক, পাঠক ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি ঈদ-মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে পুবের কলম। সেখানে পুবের কলম-এর ঈদসংখ্যা নিয়ে পাঠ-পর্যালোচনায় অংশ নেবেন বিশিষ্টরা। এ ধরনের একটি লেখক-পাঠক অনুষ্ঠানের কথা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন পুবের কলম-এর পাঠক ও শুভানুধ্যায়ীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের দ্বিতীয় অডিটোরিয়ামে শনিবার বেলা ২টো থেকে শুরু হওয়া এই ঈদ-মিলন অনুষ্ঠান সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানটিতে বহু বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ পাঠক-পাঠিকারাও উপস্থিত থাকবেন। ঈদের বার্তা, ঈদসংখ্যা নিয়ে নানা কথা উঠে আসবে। অনুষ্ঠানটি পুবের কলম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে লাইভ (Puber Kalom) দেখানো হবে। বাড়িতে বসেই এটি আপনারা দেখতে পাবেন মোবাইল বা কম্পিউটারে।

আরও পড়ুন: ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ ওপ্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার, আইএএস পিবি সালিম, কবি সুবোধ সরকার, পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, অবসরপ্রাপ্ত আইএএস সেখ নুরুল হক, সাহিদুল ইসলাম, জাহিরুল হাসান, মইনুল হাসান, সাইফুল্লা, সৈয়দ মুহাম্মদ বাহাউদ্দিন, ওবাইদুর রহমান, নুরুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

ইতিহাস, সাহিত্য, বাঙালির চিন্তা-ভাবনা, ঈদ, ভ্রমণ, বিজ্ঞান-প্রযুক্তিসহ নানা বিষয় এবার স্থান পেয়েছে। মরহুম ড. সৈয়দ সামসুল আলমের ‘ইসলামি সভ্যতায় উদ্ভাবন ও আবিষ্কার’ শীর্ষক গ্রন্থ থেকে নির্বাচিত অংশ ছাপা হয়েছে।

‘ইসলামোফোবিয়া’ ছড়ানোর এই সময়ে মুসলিমদের কোণঠাসা করে দেওয়ার জন্য তাদের অবদানগুলোকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এই লেখাটি অনেকের সেই ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করবে। ইংরেজদের বিরুদ্ধে আজাদির সংগ্রামে নেমেছিলেন মহীশূর শার্দুল টিপু সুলতান। সংগ্রামী এই বীরের আত্মত্যাগের কাহিনি আজ নানা নেতিবাচক প্রচারণার সম্মুখীন। সেই অসত্যের মেঘ সরিয়ে টিপু সুলতানকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন জাহিরুল হাসান।

বাংলায় আরবি-ফারসি প্রভৃতি ভাষার নানা শব্দের প্রবেশ নিয়ে যে ‘পানি,  দাওয়াত’ বিতর্ক শুরু হয়েছিল, সে-কথা মাথায় রেখে বাংলাভাষায় ফারসি প্রভাব সম্বন্ধে জহর সরকারের লেখা মূল্যবান,  তথ্যসমৃদ্ধ নিবন্ধও এই ঈদসংখ্যায় স্থান পেয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক:  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দৈনিক ‘পুবের কলম’ প্রতি বছর একটি বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করে থাকে। এপার বাংলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নানা কারণে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কোভিড-১৯ ও লকডাউনসহ আনুষঙ্গিক নানা কারণে আগের কয়েকটি বছর ঠিকঠাক ঈদসংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ একটি ঈদসংখ্যার অভাববোধ করার কথা পাঠক-পাঠিকারা বার বার জানিয়েছেন। তাই এবার ঈদের সওগাত হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি চমৎকার সমৃদ্ধ ঈদসংখ্যা।

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

এর পরবর্তী পদক্ষেপ হিসেবে শনিবার সাংবাদিক, সাহিত্যিক, পাঠক ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি ঈদ-মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে পুবের কলম। সেখানে পুবের কলম-এর ঈদসংখ্যা নিয়ে পাঠ-পর্যালোচনায় অংশ নেবেন বিশিষ্টরা। এ ধরনের একটি লেখক-পাঠক অনুষ্ঠানের কথা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন পুবের কলম-এর পাঠক ও শুভানুধ্যায়ীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের দ্বিতীয় অডিটোরিয়ামে শনিবার বেলা ২টো থেকে শুরু হওয়া এই ঈদ-মিলন অনুষ্ঠান সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানটিতে বহু বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ পাঠক-পাঠিকারাও উপস্থিত থাকবেন। ঈদের বার্তা, ঈদসংখ্যা নিয়ে নানা কথা উঠে আসবে। অনুষ্ঠানটি পুবের কলম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে লাইভ (Puber Kalom) দেখানো হবে। বাড়িতে বসেই এটি আপনারা দেখতে পাবেন মোবাইল বা কম্পিউটারে।

আরও পড়ুন: ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

ঈদ মিলন ও ঈদসংখ্যা:  আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠান শনিবার, সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউবে

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ ওপ্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার, আইএএস পিবি সালিম, কবি সুবোধ সরকার, পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, অবসরপ্রাপ্ত আইএএস সেখ নুরুল হক, সাহিদুল ইসলাম, জাহিরুল হাসান, মইনুল হাসান, সাইফুল্লা, সৈয়দ মুহাম্মদ বাহাউদ্দিন, ওবাইদুর রহমান, নুরুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

ইতিহাস, সাহিত্য, বাঙালির চিন্তা-ভাবনা, ঈদ, ভ্রমণ, বিজ্ঞান-প্রযুক্তিসহ নানা বিষয় এবার স্থান পেয়েছে। মরহুম ড. সৈয়দ সামসুল আলমের ‘ইসলামি সভ্যতায় উদ্ভাবন ও আবিষ্কার’ শীর্ষক গ্রন্থ থেকে নির্বাচিত অংশ ছাপা হয়েছে।

‘ইসলামোফোবিয়া’ ছড়ানোর এই সময়ে মুসলিমদের কোণঠাসা করে দেওয়ার জন্য তাদের অবদানগুলোকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এই লেখাটি অনেকের সেই ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করবে। ইংরেজদের বিরুদ্ধে আজাদির সংগ্রামে নেমেছিলেন মহীশূর শার্দুল টিপু সুলতান। সংগ্রামী এই বীরের আত্মত্যাগের কাহিনি আজ নানা নেতিবাচক প্রচারণার সম্মুখীন। সেই অসত্যের মেঘ সরিয়ে টিপু সুলতানকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন জাহিরুল হাসান।

বাংলায় আরবি-ফারসি প্রভৃতি ভাষার নানা শব্দের প্রবেশ নিয়ে যে ‘পানি,  দাওয়াত’ বিতর্ক শুরু হয়েছিল, সে-কথা মাথায় রেখে বাংলাভাষায় ফারসি প্রভাব সম্বন্ধে জহর সরকারের লেখা মূল্যবান,  তথ্যসমৃদ্ধ নিবন্ধও এই ঈদসংখ্যায় স্থান পেয়েছে।