১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডলার প্রতি ৩ পয়সা কমলো ভারতীয় টাকার মূল্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 58

পুবের কলম, ওয়েবডেস্ক: ডলার প্রতি আরও কমলো ভারতীয় টাকার মূল্য। আমেরিকার ডলার নিরিখে ৩ পয়সা কমে ভারতীয় টাকার মূল্য এখন ৮১ টাকা ৮২ পয়সা হল। শুক্রবার বাজার খোলার শুরুতেই দাম পড়ে যায় টাকার। ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে টাকা দুর্বল হিসেবেই দিন শুরু করে। শেষ পর্যন্ত ৩ পয়সা পতন হয়েছে ভারতীয় টাকার। এদিন ৮১.৭৭ পয়সায় বাজার খুললেও ৮১ টাকা ৮২ পয়সায় বাজার বন্ধ হয়।
ঘরোয়া শেয়ার বাজারের পতনে এমনটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফরেক্স ট্রেডাররা বলছেন, বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার আরও শক্তিশালী হওয়ায় এমন হয়েছে।

প্রসঙ্গত, আটকানো যাচ্ছে না টাকার দামের পতন। শুক্রবার আরও তলিয়ে গিয়ে রেকর্ড নীচে নামল ভারতীয় মুদ্রা। দেশের সামগ্রিক অর্থনৈতিক মন্দা ও দেশীয় শেয়ার বাজারের লাগাতার পতন টাকার দাম কমার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে, ডলার সূচক, যা ছয়টি প্রধান বিশ্ব মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থানকে প্রতিফলিত করে, ০.৫১ শতাংশ বেড়ে ১০২.০২ এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: রানির শেষকৃত্যর নিরাপত্তায় খরচ হচ্ছে ৭ মিলিয়ন ডলার!

আরও পড়ুন: ইউরো-ডলার বিষাক্ত: মস্কো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডলার প্রতি ৩ পয়সা কমলো ভারতীয় টাকার মূল্য

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ডলার প্রতি আরও কমলো ভারতীয় টাকার মূল্য। আমেরিকার ডলার নিরিখে ৩ পয়সা কমে ভারতীয় টাকার মূল্য এখন ৮১ টাকা ৮২ পয়সা হল। শুক্রবার বাজার খোলার শুরুতেই দাম পড়ে যায় টাকার। ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে টাকা দুর্বল হিসেবেই দিন শুরু করে। শেষ পর্যন্ত ৩ পয়সা পতন হয়েছে ভারতীয় টাকার। এদিন ৮১.৭৭ পয়সায় বাজার খুললেও ৮১ টাকা ৮২ পয়সায় বাজার বন্ধ হয়।
ঘরোয়া শেয়ার বাজারের পতনে এমনটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফরেক্স ট্রেডাররা বলছেন, বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার আরও শক্তিশালী হওয়ায় এমন হয়েছে।

প্রসঙ্গত, আটকানো যাচ্ছে না টাকার দামের পতন। শুক্রবার আরও তলিয়ে গিয়ে রেকর্ড নীচে নামল ভারতীয় মুদ্রা। দেশের সামগ্রিক অর্থনৈতিক মন্দা ও দেশীয় শেয়ার বাজারের লাগাতার পতন টাকার দাম কমার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে, ডলার সূচক, যা ছয়টি প্রধান বিশ্ব মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থানকে প্রতিফলিত করে, ০.৫১ শতাংশ বেড়ে ১০২.০২ এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: রানির শেষকৃত্যর নিরাপত্তায় খরচ হচ্ছে ৭ মিলিয়ন ডলার!

আরও পড়ুন: ইউরো-ডলার বিষাক্ত: মস্কো