কুন্তল কাণ্ডে অভিষেককে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের
- আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
- / 56
পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। এদিন সিঙ্গেল বেঞ্চের তরফে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশের উপর আপাতত কোনও স্থগিতাদেশ দিল না আদালত । তবে অভিষেককে এই মামলায় যুক্ত হওয়ার সময় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত হতে সময় দিলেন বিচারপতি। আগামী ১২ মে এই মামলার শুনানি রয়েছে । তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য জানাতে মামলায় যুক্ত হতে পারবেন বলে আদালত জানিয়েছে ।
সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেয়, সেই মামলা দুটির বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলছে। তাতেই বিচারপতি সোমবার এই নির্দেশ দেন।
চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী এদিন এজলাসে জানান, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরেও সিবিআই কেন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না।’ এই প্রশ্ন তোলেন তিনি ।অভিষেকের আইনজীবী বলেন, “কুন্তল ঘোষের চিঠি সামনে আসে। তারপরেই একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দেওয়া হল। মামলাকারীরা আবেদন করছেন, কেন ডাকা হচ্ছে না। কিন্তু আমাদের মামলার কোনও নোটিশ দেওয়া হচ্ছে না ।
“বিচারপতি অমৃতা সিনহা বলেন, “কোনও দোষ না থাকলে তদন্তে সমস্যা কোথায় ? কেউ আইনের ঊর্ধ্বে নন। এই মামলা এবং তদন্তে অনেকের নাম উঠে আসছে, নোটিশ কি সকলে পাচ্ছেন? নিজের বক্তব্য এসে বলতে হবে । একটা স্পিচ নিয়ে প্রশ্ন উঠছে, সেটায় কোনও সমস্যা না থাকলে সহযোগিতা করতে সমস্যা কোথায় ? আবারও বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নন ।” মামলায় যুক্ত হতে দুটো দিন সময় দেওয়ার জন্য বিচারপতির কাছে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি তাতে সম্মতি দিয়েছেন।








































