২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!

- আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক:‘বিজেপির বি টিম’, ‘মুসলমানদের দল’, ‘ভোটকাটুয়া’ এই ধরনের নানান বিশেষণে ভূষিত আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। বিহার-উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলেও দেখা গিয়েছে মিম-এর কেরামতি। কিন্তু কর্নাটকে তেমন প্রভাব ফেলতেই পারল না এআইএমআইএম। কর্নাটক বিধানসভা নির্বাচনে হাতের ঝড়ে কার্যত উড়ে গিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এবার কর্নাটক নির্বাচনে লড়াই ছিল সরাসরি কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস যে ক্ষমতায় আসতে চলেছে, তা বিভিন্ন সমীক্ষাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল। আসাদউদ্দিন ওয়াইসির দল মিম-এর জন্য কোনও আশার খবর নেই। এখনও পর্যন্ত নির্বাচনের যা ফল তা মিম-এর কাছে যথেষ্ট হতাশাজনক। তবে অন্যভাবে বলা যায়, আপাতত মিমের ‘বদনাম’ ঘুচতে চলেছে।
যদিও প্রথমে ২৫টি আসনে মিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক হয়েছিল। কিন্তু পরে ২২৪ আসনের দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। ওয়াইসির মিম হুবলি-ধারওয়াদ পূর্ব আসনে দুর্গাপ্পা কাশ্যপ বিজাওয়াদকে প্রার্থী করেছিল এবং আল্লাহবখশ বিজাপুরকে বাসভানা বাগেওয়াড়ি আসন থেকে টিকিট দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে মোট ভোটের ১ শতাংশ ভোটও পায়নি মিম। দুই প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
হুবলি-ধারওয়াদ পূর্ব কেন্দ্রে এআইএমআইএম-এর দুর্গাপ্পা কাশ্যপ মাত্র ৫৭০০ ভোট পেয়েছেন। অন্যদিকে, এই আসনে কংগ্রেস সর্বোচ্চ ৫৮ শতাংশ ভোট পাচ্ছে। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
দ্বিতীয় আসন বাসভনা বাগেওয়াড়ি, এআইএমআইএম-এর আল্লাহবখশ বিজাপুর এক শতাংশ ভোটও পায়নি, এআইএমআইএম প্রার্থী দুই হাজারেরও কম ভোট পেয়েছে। ওই আসনে কংগ্রেস ৪৩, বিজেপি ২৭ এবং জেডিএস ২৬ শতাংশ ভোট পেয়েছে।
আসাদুদ্দিন ওয়াইসির দল কর্নাটক বিধানসভা নির্বাচনে মাত্র দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, ২০২১ সালের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে খুব ভালো ফল করেছিল। উত্তর কর্নাটকের স্থানীয় সংস্থাগুলিতে এআইএমআইএম বিজয়পুরা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দু’টি আসন জিতেছে। বেলগাভি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি, বিদারে একটি এবং বাসভনা বাগেওয়াড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি আসন জিতেছে। হুবলি ধারওয়াদেও এআইএমআইএম-এর ৩ জন পুর কর্মচারী রয়েছেন।