‘নরখাদক’ বাবা-মাকে খুন করল মার্কিন তরুণ

- আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: মা-বাবা ও দুই ভাই-বোনকে হত্যার অভিযোগে ১৮ বছর বয়সী এক মার্কিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সে। পুলিশকে সে জানিয়েছে, তার বাবা-মা এবং ভাইবোন ‘নরখাদক’ ছিল এবং তারা তাকে খাওয়ার পরিকল্পনা করছিল। এ কারণেই সে তাদের মেরে ফেলেছে। মঙ্গলবার টেক্সাস থেকে মার্কিন তরুণ সিজার ওলালদেকে গ্রেফতার করা হয়।
সে তার বাবা-মাসহ নিজের ৫ বছরের ভাইকেও হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তারা খবর পায় টেক্সাসের একটি বাড়িতে যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায়, ঘরের ভেতর হামলাকারী সিজার লুকিয়ে আছে এবং তার পরিবারের সদস্যদের মরদেহ পড়ে রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সিজার তাদের উদ্দেশ্যে বলতে থাকে, পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছে সে। পুলিশ তাকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করে এবং বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর ঘরের বাথরুমে সিজারের বাবা-মা, বড় বোন এবং ছোট ভাই অলিভার ওলাল্ডের মৃতদেহ পায় পুলিশ। পুরো বাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে।