আমাদের প্রতি সমর্থন আরও বাড়ছে: ইমরান
ইমামা খাতুন
- আপডেট :
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান বলেছেন, ৯ মে বিক্ষোভের পর পিটিআই-এর বিরুদ্ধে শুরু করা সেনা অভিযান সরকারের জন্য হিতে বিপরীত হয়েছে।
কারণ এতে ‘পিটিআই-র প্রতি মানুষের সহানুভূতি তৈরি হচ্ছে এবং দলের ভোটব্যাঙ্ক বাড়ছে।’ একের পর এক টুইট বার্তায়, পিটিআই চেয়ারম্যান পার্টির সদস্যদের পিটিআই ছাড়তে বাধ্য করার জন্য সরকারকে কটাক্ষ করেছেন। এদিকে, ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা।
আর এর নেতৃত্বে রয়েছেন প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গত ৯ মে ইমরানকে গ্রেফতার ও তার পরবর্তী পরবর্তী সহিংসতার জেরে ইমরানের দল থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তবে তাদের সঙ্গে যোগ দেননি দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি।
তিনি বর্তমানে জেলে বন্দি আছেন। এখন এই কুরেশিকে নিজেদের দলে ভেড়াতে চাইছেন দলত্যাগীরা। এ উদ্দেশ্যে বুধবার আদিয়ালা জেলে কুরেশির সঙ্গে দেখা করেন ফাওয়াদ চৌধুরীসহ কয়েকজন। সূত্রের খবর, ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিতে কুরেশিকে অনুরোধ করেছিলেন ফাওয়াদ।