০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিটিআই প্রেসিডেন্ট পারভেজ গ্রেফতার

ইমামা খাতুন
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 87

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। টেলিভিশনের ফুটেজে দেখা যায়,  লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করার পর তাঁকে জোর করে নিয়ে যাচ্ছে পুলিশ।

এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেন, ‘প্রাক্তন প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতি-বিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়।’

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

আমির আরও বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। সেসময় গাড়ি থেকে বের হয়ে আসেন এলাহি। এরপর পুলিশ এলাহি ও তাঁর দলের নারী সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিটিআই প্রেসিডেন্ট পারভেজ গ্রেফতার

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। টেলিভিশনের ফুটেজে দেখা যায়,  লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করার পর তাঁকে জোর করে নিয়ে যাচ্ছে পুলিশ।

এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেন, ‘প্রাক্তন প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতি-বিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়।’

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

আমির আরও বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। সেসময় গাড়ি থেকে বের হয়ে আসেন এলাহি। এরপর পুলিশ এলাহি ও তাঁর দলের নারী সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা