২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টির পূর্বাভাস কেরলে, ৮ জেলায় জারি সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরে একটানা তাপপ্রবাহ চলার পর বর্ষার আগমন। অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে মানুষ। এই কয়েকদিন ধরে মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশের বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশে করেছে। এবার বর্ষার আগমন একটু পিছিয়ে গেছে। প্রতি বছর বর্ষা তার নির্ধারিত নিয়মে ৪ জুন প্রবেশ করে। এবার সেখানে আগমন বেশ দেরিতে। শনিবার থেকেই মুষুলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন, সেই সঙ্গে ৮ জেলার সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে। তীব্র দহনের হাত থেকে অনেকটা রেহাই মিলেছে।  বঙ্গে আগামী রবিবার প্রবেশ করছে বর্ষা। মূলত, উত্তরবঙ্গেই রবিবার বর্ষা প্রবেশ করছে এবং তার জেরে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে  ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

মৌসম ভবন সূত্রে খবর, ৮ জুন, বৃহস্পতিবার কেরলের দক্ষিণ-পশ্চিমে প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে, বঙ্গোপসাগর উপকূলে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। দুইয়ের জেরে আগামী ১০ জুন, শনিবার থেকে কেরলের উপকূলবর্তী ৮ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। শনি, রবি ও সোমবার কেরলের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই জেলাগুলিতে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। অন্যান্য বছরের তুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।  ভবনের পূর্বাভাস। মৌসম ভবনের বিবৃতি অনুযায়ী, দক্ষিণ আরব সাগর ও মধ্য আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চলে, লাক্ষাদ্বীপে, দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল, মান্নার উপকূল এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আগাম বর্ষা ঢুকেছে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতকর্তা

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টির পূর্বাভাস কেরলে, ৮ জেলায় জারি সতর্কতা

আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরে একটানা তাপপ্রবাহ চলার পর বর্ষার আগমন। অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে মানুষ। এই কয়েকদিন ধরে মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশের বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশে করেছে। এবার বর্ষার আগমন একটু পিছিয়ে গেছে। প্রতি বছর বর্ষা তার নির্ধারিত নিয়মে ৪ জুন প্রবেশ করে। এবার সেখানে আগমন বেশ দেরিতে। শনিবার থেকেই মুষুলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন, সেই সঙ্গে ৮ জেলার সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে। তীব্র দহনের হাত থেকে অনেকটা রেহাই মিলেছে।  বঙ্গে আগামী রবিবার প্রবেশ করছে বর্ষা। মূলত, উত্তরবঙ্গেই রবিবার বর্ষা প্রবেশ করছে এবং তার জেরে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে  ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

মৌসম ভবন সূত্রে খবর, ৮ জুন, বৃহস্পতিবার কেরলের দক্ষিণ-পশ্চিমে প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে, বঙ্গোপসাগর উপকূলে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। দুইয়ের জেরে আগামী ১০ জুন, শনিবার থেকে কেরলের উপকূলবর্তী ৮ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। শনি, রবি ও সোমবার কেরলের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই জেলাগুলিতে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। অন্যান্য বছরের তুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।  ভবনের পূর্বাভাস। মৌসম ভবনের বিবৃতি অনুযায়ী, দক্ষিণ আরব সাগর ও মধ্য আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চলে, লাক্ষাদ্বীপে, দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল, মান্নার উপকূল এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আগাম বর্ষা ঢুকেছে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতকর্তা

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি