০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের

ইমামা খাতুন
- আপডেট : ১১ জুন ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক:যৌন হেনস্তার অভিযোগে দেশ যখন তোলপাড়, তখন কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং ফের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন বলে ঘোষণা করলেন।উত্তরপ্রদেশের তাঁর পুরনো কেন্দ্র কায়সারগঞ্জ থেকেই আবার লোকসভা ভোটে দাঁড়ানোর কথা রবিবার এক সভামঞ্চ থেকে জানান তিনি।
রবিবার নরেন্দ্র মোদি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের গোন্ডায় এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ব্রিজভূষণ ঘোষণা করেন,২০২৪ লোক সভা নির্বাচনে তিনি আবারও উত্তর প্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির মহাসম্পর্ক অভিযানের অধীনে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিনের ভাষণকালে কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে একটি শব্দও মুখে আনেননি তিনি।
Tag :
2024 Lok Sabha election accused announcement Brijbhushan contest controversy midst sexual assault