১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: এসএসকেম হাসপাতালে মৃত্যু আহত যুবকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার
  • / 97

পুবের কলম প্রতিবেদক:  ওড়িশার বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আহত যুবক ১৫ দিনের মাথায় কলকাতায় এস এস কেএম হাসপাতালে মারা গেলেন গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের যুবক শুভেন্দু বেজ এর। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের জেনারেল কামরায় ছিলেন গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের বাসিন্দারা শুভেন্দু বেজ। তাঁকে দুর্ঘটনার পরের দিন পরিবারের লোকজন বালেশ্বর একটি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন।

উল্লেখ্য,গত ২জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস,মালগাড়ি ও জসবন্দপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এদিনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন ,জখম হয়েছিলেন প্রায় হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

আরও পড়ুন: এবার ভিআইপি চিকিৎসা মিলবে SSKM-এর নয়া ভবনে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: এসএসকেম হাসপাতালে মৃত্যু আহত যুবকের

আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক:  ওড়িশার বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আহত যুবক ১৫ দিনের মাথায় কলকাতায় এস এস কেএম হাসপাতালে মারা গেলেন গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের যুবক শুভেন্দু বেজ এর। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের জেনারেল কামরায় ছিলেন গোপীবল্লভপুরের আলমপুর গ্রামের বাসিন্দারা শুভেন্দু বেজ। তাঁকে দুর্ঘটনার পরের দিন পরিবারের লোকজন বালেশ্বর একটি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন।

উল্লেখ্য,গত ২জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস,মালগাড়ি ও জসবন্দপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এদিনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন ,জখম হয়েছিলেন প্রায় হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

আরও পড়ুন: এবার ভিআইপি চিকিৎসা মিলবে SSKM-এর নয়া ভবনে