০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সেরা কলেজের মধ্যে এ রাজ্যের আটটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক: দেশের সেরা কলেজগুলির মধ্যে রয়েছে এ রাজ্যের আটটি কলেজ। ইতিমধ্যে দেশের মধ্যে ১০০টি সেরা কলেজের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের মোট ৮টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি।

দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় নবতম সংযোজন হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। রহড়া।

২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে।

গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।

গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩।

রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে, বর্তমানে তা ১৫তে।

১৯ তম স্থানে আছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫। রাজ্যের সেরা ১০ টি কলেজের তালিকায় রয়েছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস, সেন্ট জেভিয়ার্স কলেজ, আত্মারাম সনাতন ধর্ম কলেজ, লয়লা কলেজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কিরোরি মাল কলেজ, লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের সেরা কলেজের মধ্যে এ রাজ্যের আটটি

আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: দেশের সেরা কলেজগুলির মধ্যে রয়েছে এ রাজ্যের আটটি কলেজ। ইতিমধ্যে দেশের মধ্যে ১০০টি সেরা কলেজের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের মোট ৮টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি।

দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় নবতম সংযোজন হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। রহড়া।

২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে।

গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।

গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩।

রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে, বর্তমানে তা ১৫তে।

১৯ তম স্থানে আছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫। রাজ্যের সেরা ১০ টি কলেজের তালিকায় রয়েছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস, সেন্ট জেভিয়ার্স কলেজ, আত্মারাম সনাতন ধর্ম কলেজ, লয়লা কলেজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কিরোরি মাল কলেজ, লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।