২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুয়াহাটির পথ কুকুর নাগাল্যান্ডে চোরাচালান!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: নাগাল্যান্ডে কয়েক বছর ধরে নিষিদ্ধ ছিল কুকুরের মাংস। জনজাতির মানুষদের চাপে নাগাল্যান্ড সরকার সেই নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছে। কিন্তু সারমেয় সাপ্লাই তো দরকার। এর জন্য তো কোনও খামার বা প্রজনন কেন্দ্র নেই। উপায় পথের কুকুর। নাগাল্যান্ডের রাস্তায় সাধারণত কোনও কুকুরকে পথে পথে ঘুরতে দেখা যায় না। যেগুলো আছে বাড়িতে পোষা, ভবিষ্যতে কেটে রান্না করার জন্য।

প্রসঙ্গত, ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যেখানে ১৬টি উপজাতীয় লোকের বসবাস,  এরা প্রথাগতভাবেই কুকুরের মাংস ভক্ষণে অভ্যস্ত।

আরও পড়ুন: বিরোধী শূন্য বিধানসভা হচ্ছে নাগাল্যান্ড

 

আরও পড়ুন: মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটা সহ নাগাল্যান্ডে দুই দশক পর পুর নির্বাচন অনুষ্ঠিত হবে

এদিকে কাকতালীয় ভাবেই লক্ষ্য করা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে অসমের গুয়াহাটি শহরের রাস্তা থেকে এক এক করে উধাও হয়ে যাচ্ছে পথ কুকুর।

আরও পড়ুন: নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের

প্রায় প্রতি রাতে, একটি দু’টি করে পথ কুকুর উধাও হওয়ার বিষয়টি পশুপ্রেমীদের নজরে পড়েছে। তারপরেই চলে খোঁজ-খবর নেওয়ার পালা। শেষে জানা গেল, অসমের একদল কুকুর ব্যবসায়ী ট্যাক্সিচালকদের সাহায্য নিয়ে কুকুর ধরে পাচার করছে। খাবারের লোভ দেখিয়েই কুকুরগুলোকে টার্গেট করা হচ্ছে। শোনা যাচ্ছে, একটি কুকুর ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুয়াহাটির পথ কুকুর নাগাল্যান্ডে চোরাচালান!

আপডেট : ২৭ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নাগাল্যান্ডে কয়েক বছর ধরে নিষিদ্ধ ছিল কুকুরের মাংস। জনজাতির মানুষদের চাপে নাগাল্যান্ড সরকার সেই নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছে। কিন্তু সারমেয় সাপ্লাই তো দরকার। এর জন্য তো কোনও খামার বা প্রজনন কেন্দ্র নেই। উপায় পথের কুকুর। নাগাল্যান্ডের রাস্তায় সাধারণত কোনও কুকুরকে পথে পথে ঘুরতে দেখা যায় না। যেগুলো আছে বাড়িতে পোষা, ভবিষ্যতে কেটে রান্না করার জন্য।

প্রসঙ্গত, ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যেখানে ১৬টি উপজাতীয় লোকের বসবাস,  এরা প্রথাগতভাবেই কুকুরের মাংস ভক্ষণে অভ্যস্ত।

আরও পড়ুন: বিরোধী শূন্য বিধানসভা হচ্ছে নাগাল্যান্ড

 

আরও পড়ুন: মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটা সহ নাগাল্যান্ডে দুই দশক পর পুর নির্বাচন অনুষ্ঠিত হবে

এদিকে কাকতালীয় ভাবেই লক্ষ্য করা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে অসমের গুয়াহাটি শহরের রাস্তা থেকে এক এক করে উধাও হয়ে যাচ্ছে পথ কুকুর।

আরও পড়ুন: নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের

প্রায় প্রতি রাতে, একটি দু’টি করে পথ কুকুর উধাও হওয়ার বিষয়টি পশুপ্রেমীদের নজরে পড়েছে। তারপরেই চলে খোঁজ-খবর নেওয়ার পালা। শেষে জানা গেল, অসমের একদল কুকুর ব্যবসায়ী ট্যাক্সিচালকদের সাহায্য নিয়ে কুকুর ধরে পাচার করছে। খাবারের লোভ দেখিয়েই কুকুরগুলোকে টার্গেট করা হচ্ছে। শোনা যাচ্ছে, একটি কুকুর ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।