০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

SBI, ICICI-কে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ব্যাংকগুলির মধ্যে জায়গা করে নিল HDFC

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুন ২০২৩, শুক্রবার
  • / 109

পুবের কলম, ওয়েবডেস্ক: একসঙ্গে জুড়তে চলেছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড ও হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। ১ জুলাই এই কাজ সম্পন্ন হবে। এই প্রথম বিশ্বের সবচেয়ে দামি ব্যাংকগুলির মধ্যে জায়গা করে নিতে চলেছে কোনও ভারতীয় সংস্থা। এবার মার্কিন ও চিনা ব্যাংকগুলির সামনে নয়া চ্যালেঞ্জ দিতে চলেছে এইচডিএফসি। একত্রিত হওয়া পরে, ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের চতুর্থ স্থানে উঠে আসবে এইচডিএফসি। ঋণদাতা সংস্থাটির মূলধন দাঁড়াবে প্রায় ১৭২০০ কোটি মার্কিন ডলার, বা ভারতীয় মুদ্রায় ১৪,১১,১৩৪.৪৪ কোটি টাকা।

 

আরও পড়ুন: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে ৫ দিনেই ১৯,২৮৪ কোটি টাকা লোকসান

২৭ জুন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ, দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাউজিং ফাইন্যান্স সংস্থাটির একীভূত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। পারেখ জানিয়েছিলেন, ৩০ জুন এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ড এই একীভূতকরণে অনুমোদনের দেবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এইচডিএফসি ব্যাঙ্কের ৪১ শতাংশ অংশীদারি অধিগ্রহণ করবে এইচডিএফসি। এইচটিএফসির ভাইস-চেয়ারম্যান তথা সিইও কেকি মিস্ত্রি জানিয়েছেন, ১৩ জুলাই থেকে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের স্টক ডিলিস্টিং কার্যকর হবে।

আরও পড়ুন: সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: ৫ বছরে বিক্রি ২২ হাজার নির্বাচনী বন্ড, সুপ্রিম ধমকে তথ্য প্রকাশ এসবিআইয়ের

ব্লুবার্গের প্রতিবেদন অনুযায়ী ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনে জেপিমর্গান চেজ অ্যান্ড কোং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না লিমিটেড এবং ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনের পরই থাকবে এইচডিএফসি। গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১২ কোটি, কর্মী সংখ্যা ১,৭৭,০০০-এর বেশি এবং শাখার সংখ্যা হবে ৮,৩০০-র বেশি। মূলধনের দিক থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে অনেক পিছনে ফেলে ভারতের সবথেকে শক্তিশালী ব্যাঙ্কে পরিণত হবে এইচডিএফসি ব্যাঙ্ক। ২২ জুন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এসবিআই এবং আইসিআইসিআই-এর মূলধন যথাক্রমে প্রায় ৬২০০ কোটি এবং ৭৯০০ কোটি মার্কিন ডলার। কিন্তু একত্রিত হওয়া পরে আমানত বাড়বে এইচডিএফসির।

 


 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SBI, ICICI-কে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ব্যাংকগুলির মধ্যে জায়গা করে নিল HDFC

আপডেট : ৩০ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একসঙ্গে জুড়তে চলেছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড ও হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। ১ জুলাই এই কাজ সম্পন্ন হবে। এই প্রথম বিশ্বের সবচেয়ে দামি ব্যাংকগুলির মধ্যে জায়গা করে নিতে চলেছে কোনও ভারতীয় সংস্থা। এবার মার্কিন ও চিনা ব্যাংকগুলির সামনে নয়া চ্যালেঞ্জ দিতে চলেছে এইচডিএফসি। একত্রিত হওয়া পরে, ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের চতুর্থ স্থানে উঠে আসবে এইচডিএফসি। ঋণদাতা সংস্থাটির মূলধন দাঁড়াবে প্রায় ১৭২০০ কোটি মার্কিন ডলার, বা ভারতীয় মুদ্রায় ১৪,১১,১৩৪.৪৪ কোটি টাকা।

 

আরও পড়ুন: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে ৫ দিনেই ১৯,২৮৪ কোটি টাকা লোকসান

২৭ জুন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ, দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাউজিং ফাইন্যান্স সংস্থাটির একীভূত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। পারেখ জানিয়েছিলেন, ৩০ জুন এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ড এই একীভূতকরণে অনুমোদনের দেবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এইচডিএফসি ব্যাঙ্কের ৪১ শতাংশ অংশীদারি অধিগ্রহণ করবে এইচডিএফসি। এইচটিএফসির ভাইস-চেয়ারম্যান তথা সিইও কেকি মিস্ত্রি জানিয়েছেন, ১৩ জুলাই থেকে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের স্টক ডিলিস্টিং কার্যকর হবে।

আরও পড়ুন: সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: ৫ বছরে বিক্রি ২২ হাজার নির্বাচনী বন্ড, সুপ্রিম ধমকে তথ্য প্রকাশ এসবিআইয়ের

ব্লুবার্গের প্রতিবেদন অনুযায়ী ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনে জেপিমর্গান চেজ অ্যান্ড কোং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না লিমিটেড এবং ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনের পরই থাকবে এইচডিএফসি। গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১২ কোটি, কর্মী সংখ্যা ১,৭৭,০০০-এর বেশি এবং শাখার সংখ্যা হবে ৮,৩০০-র বেশি। মূলধনের দিক থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে অনেক পিছনে ফেলে ভারতের সবথেকে শক্তিশালী ব্যাঙ্কে পরিণত হবে এইচডিএফসি ব্যাঙ্ক। ২২ জুন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এসবিআই এবং আইসিআইসিআই-এর মূলধন যথাক্রমে প্রায় ৬২০০ কোটি এবং ৭৯০০ কোটি মার্কিন ডলার। কিন্তু একত্রিত হওয়া পরে আমানত বাড়বে এইচডিএফসির।