০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকান স্কুলে এবার ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিন্দি

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার
  • / 163

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার স্কুলে ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ানো হবে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংগঠন এশিয়া সোসাইটি (এএস) এবং ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট এর সাথে যুক্ত ১০০ জনেরও বেশি জনপ্রতিনিধি রাষ্ট্রপতি বাইডেনের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব জমা দিয়েছেন। এই প্রস্তাবের অধীনে ৮১৬ কোটি টাকার তহবিল দিয়ে এক হাজার স্কুলে হিন্দি পড়াশুনা শুরু হবে।

ভারতের প্রতি বিডেনের ইতিবাচক মনোভাব এবং আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর থেকে হিন্দি ভাষার পড়াশোনা শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

 এএস এবং আইএআই হিন্দি ভাষা শিক্ষা শুরু করার জন্য শিক্ষকদের ব্যবস্থা এবং কোর্স স্থাপনে সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি বেছে নেওয়ার বিকল্প থাকবে। আমেরিকাতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৪.৫ মিলিয়ন লোকের মধ্যে নয় লাখেরও বেশি লোকের দ্বারা হিন্দি সবচেয়ে বেশি কথ্য ভারতীয় ভাষা।

বর্তমানে, হিন্দি কোর্সগুলি শুধুমাত্র আমেরিকাতে উচ্চ বিদ্যালয় স্তরে পরিচালিত হচ্ছে।  এতে শুধুমাত্র হিন্দি ভাষার প্রাথমিক শিক্ষা পড়ানো হয়। ইন্ডিয়া ইমপ্যাক্টের সভাপতি নীল মাখিজা বলেন, শিশুরা যখন প্রাথমিক স্তরে হিন্দি পড়বে না তখন তারা উচ্চ স্তরে হিন্দি বুঝতে পারে না। এখন শিশুরা প্রাথমিক ক্লাস থেকে হিন্দি শুরু করার সুবিধা পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ টি স্কুল রয়েছে যেগুলি ভারতীয় অধ্যুষিত রাজ্য নিউ জার্সি, টেক্সাস, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে হিন্দি শেখায়। বিষেন আগরওয়াল, যিনি নিউ জার্সির এমনই একটি স্কুল পরিচালনা করেন, বলেছেন যে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের শনিবারে হিন্দি শেখানো হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকান স্কুলে এবার ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিন্দি

আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার স্কুলে ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ানো হবে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংগঠন এশিয়া সোসাইটি (এএস) এবং ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট এর সাথে যুক্ত ১০০ জনেরও বেশি জনপ্রতিনিধি রাষ্ট্রপতি বাইডেনের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব জমা দিয়েছেন। এই প্রস্তাবের অধীনে ৮১৬ কোটি টাকার তহবিল দিয়ে এক হাজার স্কুলে হিন্দি পড়াশুনা শুরু হবে।

ভারতের প্রতি বিডেনের ইতিবাচক মনোভাব এবং আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর থেকে হিন্দি ভাষার পড়াশোনা শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

 এএস এবং আইএআই হিন্দি ভাষা শিক্ষা শুরু করার জন্য শিক্ষকদের ব্যবস্থা এবং কোর্স স্থাপনে সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি বেছে নেওয়ার বিকল্প থাকবে। আমেরিকাতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৪.৫ মিলিয়ন লোকের মধ্যে নয় লাখেরও বেশি লোকের দ্বারা হিন্দি সবচেয়ে বেশি কথ্য ভারতীয় ভাষা।

বর্তমানে, হিন্দি কোর্সগুলি শুধুমাত্র আমেরিকাতে উচ্চ বিদ্যালয় স্তরে পরিচালিত হচ্ছে।  এতে শুধুমাত্র হিন্দি ভাষার প্রাথমিক শিক্ষা পড়ানো হয়। ইন্ডিয়া ইমপ্যাক্টের সভাপতি নীল মাখিজা বলেন, শিশুরা যখন প্রাথমিক স্তরে হিন্দি পড়বে না তখন তারা উচ্চ স্তরে হিন্দি বুঝতে পারে না। এখন শিশুরা প্রাথমিক ক্লাস থেকে হিন্দি শুরু করার সুবিধা পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ টি স্কুল রয়েছে যেগুলি ভারতীয় অধ্যুষিত রাজ্য নিউ জার্সি, টেক্সাস, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে হিন্দি শেখায়। বিষেন আগরওয়াল, যিনি নিউ জার্সির এমনই একটি স্কুল পরিচালনা করেন, বলেছেন যে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের শনিবারে হিন্দি শেখানো হয়।