৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাহেলের হত্যাকারী ফরাসি পুলিশের জন্য তহবিল সংগ্রহ করছে কট্টরপন্থীরা

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 23

পুবের কলম,ওয়েবডেস্ক: কিশোর নাহেল হত্যায় উত্তাল গোটা ফ্রান্স। দেশ জুড়ে চলছে বিক্ষোভ। হত্যায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার ওপর জোর দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে, সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য তহবিল সংগ্রহ করছে কট্টরপন্থীরা। তহবিলটি গঠন করেছেন ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লে পেনের সাবেক উপদেষ্টা জ্যঁ মেসিহা। ‘গোফান্ডমি’ নামের এই তহবিলে সোমবার পর্যন্ত ৯ লাখ ৬৩ হাজার ইউরো বা ১০ লাখ ৫০ হাজার ডলার জমা পড়েছে। জ্যঁ মেসিহা নামের এক ফরাসি নাগরিকের উদ্যোগেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য এই অনুদানের অর্থ উঠেছে। গো ফান্ড মি ওয়েবসাইটে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান জন্য প্রচারণা চালান ওই ফরাসি নাগরিক।

গত ২৭ জুন গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি নতেঁর একটি তল্লাশি চৌকিতে নাহেলকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা।

 আফ্রিকান বংশোদ্ভূত নাহেলকে হত্যার জেরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ দাঙ্গা থামাতে ব্যাপক ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ইতিমধ্যে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাহেলের মৃত্যু ফ্রান্সের জাতিগত সংখ্যালঘু জনসংখ্যার ওপর পুলিশের বর্বরতার অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ইউরোপের দেশটির দীর্ঘ ইতিহাসে এমনটি অবশ্য বার বার  দেখা গেছে। পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার মেসিহার উদ্যোগের নিন্দা জানিয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী রাজনীতিবিদরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাজনৈতিক দল এন মার্চ পার্টির এরিক বোথোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লেখেন, ‘মেসিহা আগুনে ফুঁ দিচ্ছে। এতে করে দাঙ্গা আরও বাড়বে।’সোশ্যালিস্ট পার্টির প্রধান অলিভিয়ের ফাউর তহবিল সংগ্রহের এই উদ্যোগকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি এই তহবিল সংগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। কেউ কেউ এই উদ্যোগকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাহেলের হত্যাকারী ফরাসি পুলিশের জন্য তহবিল সংগ্রহ করছে কট্টরপন্থীরা

আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কিশোর নাহেল হত্যায় উত্তাল গোটা ফ্রান্স। দেশ জুড়ে চলছে বিক্ষোভ। হত্যায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার ওপর জোর দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে, সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য তহবিল সংগ্রহ করছে কট্টরপন্থীরা। তহবিলটি গঠন করেছেন ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লে পেনের সাবেক উপদেষ্টা জ্যঁ মেসিহা। ‘গোফান্ডমি’ নামের এই তহবিলে সোমবার পর্যন্ত ৯ লাখ ৬৩ হাজার ইউরো বা ১০ লাখ ৫০ হাজার ডলার জমা পড়েছে। জ্যঁ মেসিহা নামের এক ফরাসি নাগরিকের উদ্যোগেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য এই অনুদানের অর্থ উঠেছে। গো ফান্ড মি ওয়েবসাইটে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান জন্য প্রচারণা চালান ওই ফরাসি নাগরিক।

গত ২৭ জুন গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি নতেঁর একটি তল্লাশি চৌকিতে নাহেলকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা।

 আফ্রিকান বংশোদ্ভূত নাহেলকে হত্যার জেরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ দাঙ্গা থামাতে ব্যাপক ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ইতিমধ্যে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাহেলের মৃত্যু ফ্রান্সের জাতিগত সংখ্যালঘু জনসংখ্যার ওপর পুলিশের বর্বরতার অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ইউরোপের দেশটির দীর্ঘ ইতিহাসে এমনটি অবশ্য বার বার  দেখা গেছে। পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার মেসিহার উদ্যোগের নিন্দা জানিয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী রাজনীতিবিদরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাজনৈতিক দল এন মার্চ পার্টির এরিক বোথোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লেখেন, ‘মেসিহা আগুনে ফুঁ দিচ্ছে। এতে করে দাঙ্গা আরও বাড়বে।’সোশ্যালিস্ট পার্টির প্রধান অলিভিয়ের ফাউর তহবিল সংগ্রহের এই উদ্যোগকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি এই তহবিল সংগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। কেউ কেউ এই উদ্যোগকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন।