৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে ডেঙ্গু জাতীয় জ্বরে ১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু

  • সুস্মিতা
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 87

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ডেঙ্গুর মতো জ্বরে ১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে প্রায় ২০০ জন ভর্তি রয়েছে। ডেঙ্গুর মতো জ্বরের কারণে অবশ্য এ পর্যন্ত ৫৩ জন মারা গেছে এবং ১৮৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি নিয়ে তদন্তের ব্যবস্থা করেছেন। এবং ফিরোজাবাদ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে এত বড় আকারে শিশুদের মৃত্যুর কারণে জেলা প্রশাসন এক সপ্তাহের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ করে দিয়েছে।
ফিরোজাবাদ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এল কে গুপ্ত বলেন, ‘বেশিরভাগ শিশু ভাইরাল জ্বরে ভুগছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে ডেঙ্গু জ্বরও ধরা পড়ছে। এগুলো ছাড়াও, মৌসুমী রোগ, বমি, ডায়েরিয়া, কখনও কখনও জ্বর সহ কাঁপুনি হচ্ছে। এটা মস্তিষ্কের জ্বর নয়। ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে, কিছু শিশুর জ্বরের জন্য মস্তিস্ক একটু দুর্বল থাকে, সেজন্য তারা কাঁপতে থাকে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।
বিধায়ক মণীশ অসিজা বলছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এখান থেকে চলে যান, ঠিক সেই সময় রেনু নামে একটি মেয়ে মারা যায়। ওই সময় পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছিল। আজ এটা ৫২-৫৩ জনে পৌঁছেছে।
এত শিশুর মৃত্যুর খবর শুনে, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ নিজেই সোমবার হঠাৎ করে ফিরোজাবাদে পৌঁছান। হাসপাতালে তিনি শিশুদের দেখতে গিয়েছিলেন এবং মারা যাওয়া কিছু শিশুদের বাড়িতেও গিয়েও তিনি দুঃখপ্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেন, ‘মেডিক্যাল কলেজে পর্যাপ্ত পরিমাণে জনশক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নত নজরদারির মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ
ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে ডেঙ্গু জাতীয় জ্বরে ১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ডেঙ্গুর মতো জ্বরে ১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে প্রায় ২০০ জন ভর্তি রয়েছে। ডেঙ্গুর মতো জ্বরের কারণে অবশ্য এ পর্যন্ত ৫৩ জন মারা গেছে এবং ১৮৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি নিয়ে তদন্তের ব্যবস্থা করেছেন। এবং ফিরোজাবাদ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে এত বড় আকারে শিশুদের মৃত্যুর কারণে জেলা প্রশাসন এক সপ্তাহের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ করে দিয়েছে।
ফিরোজাবাদ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এল কে গুপ্ত বলেন, ‘বেশিরভাগ শিশু ভাইরাল জ্বরে ভুগছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে ডেঙ্গু জ্বরও ধরা পড়ছে। এগুলো ছাড়াও, মৌসুমী রোগ, বমি, ডায়েরিয়া, কখনও কখনও জ্বর সহ কাঁপুনি হচ্ছে। এটা মস্তিষ্কের জ্বর নয়। ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে, কিছু শিশুর জ্বরের জন্য মস্তিস্ক একটু দুর্বল থাকে, সেজন্য তারা কাঁপতে থাকে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।
বিধায়ক মণীশ অসিজা বলছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এখান থেকে চলে যান, ঠিক সেই সময় রেনু নামে একটি মেয়ে মারা যায়। ওই সময় পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছিল। আজ এটা ৫২-৫৩ জনে পৌঁছেছে।
এত শিশুর মৃত্যুর খবর শুনে, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ নিজেই সোমবার হঠাৎ করে ফিরোজাবাদে পৌঁছান। হাসপাতালে তিনি শিশুদের দেখতে গিয়েছিলেন এবং মারা যাওয়া কিছু শিশুদের বাড়িতেও গিয়েও তিনি দুঃখপ্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেন, ‘মেডিক্যাল কলেজে পর্যাপ্ত পরিমাণে জনশক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নত নজরদারির মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ