০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 11
আইভি আদক, হাওড়া: হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত। অভিজাত ওই শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে যায় শিশুটির হাত। দীর্ঘক্ষণ ওইভাবেই আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল পুলিশ এবং র্যাফ যায় ওই শপিং মলে। সমস্ত ক্রেতাদের মল থেকে বের করে দেওয়া হয়। শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে, শিশুটির হাতে মারাত্মক চোট লাগে। পুলিশ অ্যাম্বুলেন্সকে এসকর্ট করে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে।