০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘এনডিএ’তে ৩৮ দলকে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে,’ বিজেপিকে নিশানা আপ নেতা রাঘব চাড্ডার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: : রাজ্য-রাজ্যনীতিতে মহারণ! বিজেপিকে সমূলে উৎখাত করতে বিহারের পর বেঙ্গালুরুতে মোদি বিরোধী ২৬টি দলের বৈঠক হল। লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে যৌথ কৌশল সাজালেন কংগ্রেস, জেডি (ইউ), আপ, তৃণমূল, এনসিপি, সমাজবাদি পার্টি এবং ডিএমকে সহ ২৬টি বিরোধী দল। যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন আপ রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। আর বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে বিজেপি সরকারের বিরুদ্ধে একে একে তাঁদের ক্ষোভ উগড়ে দেন সকলেই।

মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে এই বিরোধী দলের বৈঠককে কটাক্ষ করে মোদির মন্তব্য ‘ভ্রষ্টাচারীরা’ বৈঠকে বসেছেন।

পটনা পরে বেঙ্গালুরুতে বিরোধীরা একজোট হওয়ায় বিজেপি ভয় পেয়েছে বলে বিরোধী দলগুলি বারবার কটাক্ষ ছুড়ে দিয়েছে। কটাক্ষের তালিকা থেকে পিছিয়ে থাকল না আপ। ‘এনডিএ ৩৮ শরিককে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে বলে’ ট্যুইটে নিশানা করলেন আপ রাজ্যসভার সদস্য এবং জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা। এক ট্যুইট করে চাড্ডা লেখেন ” এনডিএ’ ৩৮ শরিককে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে।’
এদিকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এনডিএ-তে ৩৮ দল শামিল হবে’। এদিন ‘২৪-এ প্রত্যাবর্তনের পন্থা খুঁজতে দিল্লিতে বৈঠক করেন এনডিএ-র শরিক দলের প্রতিনিধিরা।  ২৬ দলের পাল্টা ৩৮! বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন নাড্ডা, বিরোধীদের এই একত্রিত হওয়ার বৈঠককে নিন্দা করে বলেন, ২০ লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতির মামলা থেকে নিজেদের বাঁচানোর জন্য এই স্বার্থপর পদক্ষেপ নিয়েছেন তারা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এনডিএ’তে ৩৮ দলকে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে,’ বিজেপিকে নিশানা আপ নেতা রাঘব চাড্ডার

আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : রাজ্য-রাজ্যনীতিতে মহারণ! বিজেপিকে সমূলে উৎখাত করতে বিহারের পর বেঙ্গালুরুতে মোদি বিরোধী ২৬টি দলের বৈঠক হল। লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে যৌথ কৌশল সাজালেন কংগ্রেস, জেডি (ইউ), আপ, তৃণমূল, এনসিপি, সমাজবাদি পার্টি এবং ডিএমকে সহ ২৬টি বিরোধী দল। যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন আপ রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। আর বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে বিজেপি সরকারের বিরুদ্ধে একে একে তাঁদের ক্ষোভ উগড়ে দেন সকলেই।

মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে এই বিরোধী দলের বৈঠককে কটাক্ষ করে মোদির মন্তব্য ‘ভ্রষ্টাচারীরা’ বৈঠকে বসেছেন।

পটনা পরে বেঙ্গালুরুতে বিরোধীরা একজোট হওয়ায় বিজেপি ভয় পেয়েছে বলে বিরোধী দলগুলি বারবার কটাক্ষ ছুড়ে দিয়েছে। কটাক্ষের তালিকা থেকে পিছিয়ে থাকল না আপ। ‘এনডিএ ৩৮ শরিককে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে বলে’ ট্যুইটে নিশানা করলেন আপ রাজ্যসভার সদস্য এবং জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা। এক ট্যুইট করে চাড্ডা লেখেন ” এনডিএ’ ৩৮ শরিককে ইডি আপনাদের কাছে নিয়ে এসেছে।’
এদিকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এনডিএ-তে ৩৮ দল শামিল হবে’। এদিন ‘২৪-এ প্রত্যাবর্তনের পন্থা খুঁজতে দিল্লিতে বৈঠক করেন এনডিএ-র শরিক দলের প্রতিনিধিরা।  ২৬ দলের পাল্টা ৩৮! বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন নাড্ডা, বিরোধীদের এই একত্রিত হওয়ার বৈঠককে নিন্দা করে বলেন, ২০ লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতির মামলা থেকে নিজেদের বাঁচানোর জন্য এই স্বার্থপর পদক্ষেপ নিয়েছেন তারা।