১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: উত্তরাখণ্ড: নমামি গঙ্গে প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে ১৬ জনের মৃত্যু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক:   ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন। ঘটনায় আহত হন কমপক্ষে ২১ জন । তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশকর্মী ও হোমগার্ড রয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ধামি।
উত্তরাখণ্ড পুলিশের অতিরিক্ত ডিজি ভি মুরুগেসান বলেন, বুধবার ভোরে উত্তরাখণ্ডের চামোলিতে অলোকানন্দা নদীর তীরে নমামি গঙ্গে প্রকল্পস্থলে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পরে লোহার ব্রিজ বিদ্যুতে সংস্পর্শে চলে আসে। এসময় ব্রিজে দাঁড়িয়ে থাকা মানুষজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর, ৫ জন গার্ডসহ ১৬ জন নিহত হয়েছেন। তদন্ত চলছে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মারটির তৈরির কাজ চলছিল। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে বেশির ভাগ ট্রান্সফর্মার নির্মাণের শ্রমিক বলে জানিয়েছেন তিনি। ট্রান্সফর্মার বিস্ফোরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

 

আরও পড়ুন: ফিরোজ-মুন্না-ইরশাদদের হাতের কসরতেই উদ্ধার ৪১ শ্রমিক

 

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী ছাড়া উদ্ধারকাজ অসম্ভব ছিল’, মোদির প্রশংসায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: উত্তরাখণ্ড: নমামি গঙ্গে প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে ১৬ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:   ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন। ঘটনায় আহত হন কমপক্ষে ২১ জন । তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশকর্মী ও হোমগার্ড রয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ধামি।
উত্তরাখণ্ড পুলিশের অতিরিক্ত ডিজি ভি মুরুগেসান বলেন, বুধবার ভোরে উত্তরাখণ্ডের চামোলিতে অলোকানন্দা নদীর তীরে নমামি গঙ্গে প্রকল্পস্থলে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পরে লোহার ব্রিজ বিদ্যুতে সংস্পর্শে চলে আসে। এসময় ব্রিজে দাঁড়িয়ে থাকা মানুষজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর, ৫ জন গার্ডসহ ১৬ জন নিহত হয়েছেন। তদন্ত চলছে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মারটির তৈরির কাজ চলছিল। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে বেশির ভাগ ট্রান্সফর্মার নির্মাণের শ্রমিক বলে জানিয়েছেন তিনি। ট্রান্সফর্মার বিস্ফোরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

 

আরও পড়ুন: ফিরোজ-মুন্না-ইরশাদদের হাতের কসরতেই উদ্ধার ৪১ শ্রমিক

 

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী ছাড়া উদ্ধারকাজ অসম্ভব ছিল’, মোদির প্রশংসায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী