২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুর ইস্যুতে অচল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সংসদের ভিতরে ও বাইরে তুমুল বিক্ষোভ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার
  • / 54

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের ভিতরে ও বাইরে তুমুল হইচই। সংসদের বাইরে ‘ইন্ডিয়া’ দলের তরফে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে তুমুল উত্তেজনা। কংগ্রেস সভাপতি ইন্ডিয়ার তরফে ফেলেন যতক্ষণ না প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। বিক্ষোভে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী। মণিপুর ইস্যুতে সম্মতি দিয়েছে সরকার, জানালেন স্পিকার। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সংসদ অচল করে রাখছে বিরোধী দলগুলি।

চলতি বছরের বাদল অধিবেশনে ৩০টি গুরুত্বপূর্ণ বিল পেশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু অধিবেশন শুরুর দিন থেকেই যেভাবে মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা অচলাবস্থার সৃষ্টি করেছে, তা কাটানোর কৌশল স্থির করতেই আজ বৈঠকে বসেছে সরকার পক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বসা এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নিতিন গড়করি, অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়াল, প্রহ্লাদ জোশী, অর্জুন রাম মেঘওয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানিয়ে বিরোধী দলের নেতাদের এক এক করে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ দিন সকালেই তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহযোগিতার আবেদন জানান।

আরও পড়ুন: ফারহাদের নেতৃত্বে মণিপুর ইস্যুতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল

 

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল বাদল অধিবেশন, ইন্ডিয়ার হয়ে অনাস্থা পেশ বিরোধীদলগুলির

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুর ইস্যুতে অচল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সংসদের ভিতরে ও বাইরে তুমুল বিক্ষোভ

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের ভিতরে ও বাইরে তুমুল হইচই। সংসদের বাইরে ‘ইন্ডিয়া’ দলের তরফে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে তুমুল উত্তেজনা। কংগ্রেস সভাপতি ইন্ডিয়ার তরফে ফেলেন যতক্ষণ না প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। বিক্ষোভে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী। মণিপুর ইস্যুতে সম্মতি দিয়েছে সরকার, জানালেন স্পিকার। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সংসদ অচল করে রাখছে বিরোধী দলগুলি।

চলতি বছরের বাদল অধিবেশনে ৩০টি গুরুত্বপূর্ণ বিল পেশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু অধিবেশন শুরুর দিন থেকেই যেভাবে মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা অচলাবস্থার সৃষ্টি করেছে, তা কাটানোর কৌশল স্থির করতেই আজ বৈঠকে বসেছে সরকার পক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বসা এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নিতিন গড়করি, অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়াল, প্রহ্লাদ জোশী, অর্জুন রাম মেঘওয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানিয়ে বিরোধী দলের নেতাদের এক এক করে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ দিন সকালেই তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহযোগিতার আবেদন জানান।

আরও পড়ুন: ফারহাদের নেতৃত্বে মণিপুর ইস্যুতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল

 

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল বাদল অধিবেশন, ইন্ডিয়ার হয়ে অনাস্থা পেশ বিরোধীদলগুলির