০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সউদির ক্লাব আল ইত্তিহাদের রেকর্ড প্রস্তাবেও ‘না’ মুহাম্মদ সালাহর

পুবের কলম প্রতিবেদক: অর্থের দাপটে সউদি আরবের বিভিন্ন ক্লাব ইউরোপের সেরা ফুটবলারদের নিজেদের দলে টেনে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে করিম বেঞ্জেমা, সাদিও মানে, ফ্যাবিনহো, জর্ডান হেন্ডারসন, এনগোলো কন্তে, রিয়াদ মাহরেজ সহ রবার্তো ফিরমিনোর মতো তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে তারা। যা দেখে ইউরোপীয় ফুটবল সংস্থার অভিযোগ, সউদি আরব টাকা ছড়িয়ে বিশ্ব ফুটবলে ক্ষতি করছে। ইউরোপের এই অভিযোগে অবশ্য মাথা ব্যথা নেই সউদি ফুটবল কর্তৃপক্ষের। নিজেদের দেশের ফুটবল লিগকে আরও বড় আকারে তুলে আনতে ভবিষ্যতে আরও বড় বড় তারকা ফুটবলারদের টোপ দিয়ে টেনে আনার ইঙ্গিত দিয়েছে। সেই মতো সম্প্রতি আল ইত্তিহাদ রেকর্ড অর্থের বিনিময়ে আফ্রিকান ফুটবল হিরো মুহাম্মদ সালাহকে চুক্তির প্রস্তাব দিয়েছে। যদিও মিশরীয় তারকা সউদির সেই প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছেন।

 

করিম বেঞ্জেমার মতো ইউরোপের প্রথমসারির ফুটবলারকে তুলে এনে আগেই চমক দিয়েছিল আল ইত্তিহাদ। দলের আক্রমণ বিভাগকে আরও মজবুত করতে সম্প্রতি তারা লিভারপুল তারকা মুহাম্মদ সালাহর দিকেও হাত বাড়িয়েছিল। ৩১ বছর বয়সী সালাহর জন্য ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল ইত্তিহাদ। বর্তমানে লিভারপুলের সঙ্গে সালাহ’র তিন বছরের চুক্তি বাকি। সেটা মাথায় রেখে তারা সউদি ক্লাবের প্রস্তাব প্রত্যাখান করেন।

 

সউদি ক্লাবের প্রস্তাব ও সিদ্ধান্তের বিষয়ে সালাহর এজেন্ট রামি আব্বাস ট্যুইট করে বলেন, ‘আমরা যদি লিভারপুল ছাড়ার কথা চিন্তা করতাম, তাহলে গত মরশুমে লিভারপুলের সঙ্গে তিন মরশুমের চুক্তি করতাম না। সালাহ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

 

উল্লেখ্য, গত মরশুমে মুহাম্মদ সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তাকে দলে টানতে হাত বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং পিএসজির মতো ক্লাবগুলি। তখনই লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়ে সবার আশায় জল ঢেলে দেন তিনি।

সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদির ক্লাব আল ইত্তিহাদের রেকর্ড প্রস্তাবেও ‘না’ মুহাম্মদ সালাহর

আপডেট : ৭ অগাস্ট ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: অর্থের দাপটে সউদি আরবের বিভিন্ন ক্লাব ইউরোপের সেরা ফুটবলারদের নিজেদের দলে টেনে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে করিম বেঞ্জেমা, সাদিও মানে, ফ্যাবিনহো, জর্ডান হেন্ডারসন, এনগোলো কন্তে, রিয়াদ মাহরেজ সহ রবার্তো ফিরমিনোর মতো তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে তারা। যা দেখে ইউরোপীয় ফুটবল সংস্থার অভিযোগ, সউদি আরব টাকা ছড়িয়ে বিশ্ব ফুটবলে ক্ষতি করছে। ইউরোপের এই অভিযোগে অবশ্য মাথা ব্যথা নেই সউদি ফুটবল কর্তৃপক্ষের। নিজেদের দেশের ফুটবল লিগকে আরও বড় আকারে তুলে আনতে ভবিষ্যতে আরও বড় বড় তারকা ফুটবলারদের টোপ দিয়ে টেনে আনার ইঙ্গিত দিয়েছে। সেই মতো সম্প্রতি আল ইত্তিহাদ রেকর্ড অর্থের বিনিময়ে আফ্রিকান ফুটবল হিরো মুহাম্মদ সালাহকে চুক্তির প্রস্তাব দিয়েছে। যদিও মিশরীয় তারকা সউদির সেই প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছেন।

 

করিম বেঞ্জেমার মতো ইউরোপের প্রথমসারির ফুটবলারকে তুলে এনে আগেই চমক দিয়েছিল আল ইত্তিহাদ। দলের আক্রমণ বিভাগকে আরও মজবুত করতে সম্প্রতি তারা লিভারপুল তারকা মুহাম্মদ সালাহর দিকেও হাত বাড়িয়েছিল। ৩১ বছর বয়সী সালাহর জন্য ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল ইত্তিহাদ। বর্তমানে লিভারপুলের সঙ্গে সালাহ’র তিন বছরের চুক্তি বাকি। সেটা মাথায় রেখে তারা সউদি ক্লাবের প্রস্তাব প্রত্যাখান করেন।

 

সউদি ক্লাবের প্রস্তাব ও সিদ্ধান্তের বিষয়ে সালাহর এজেন্ট রামি আব্বাস ট্যুইট করে বলেন, ‘আমরা যদি লিভারপুল ছাড়ার কথা চিন্তা করতাম, তাহলে গত মরশুমে লিভারপুলের সঙ্গে তিন মরশুমের চুক্তি করতাম না। সালাহ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

 

উল্লেখ্য, গত মরশুমে মুহাম্মদ সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তাকে দলে টানতে হাত বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং পিএসজির মতো ক্লাবগুলি। তখনই লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়ে সবার আশায় জল ঢেলে দেন তিনি।