২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আড়াই মিনিট অন্তর চলবে মেট্রো, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম প্রতিবেদক: যাত্রী সুরাহায় এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে প্রতি পাঁচ মিনিট অন্তর চলে মেট্রো। এবার সেই ব্যবধান কমিয়ে আনা হচ্ছে। প্রতি আড়াই মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।

কলকাতায় মেট্রো যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অফিস যাত্রী থেকে শুরু করে প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করে থাকে মেট্রোতে। উত্তর-দক্ষিণ শাখায় দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মানুষকে আরও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে কমবে ব্যবধান। ১৫০ সেকেন্ড বা আড়াই মিনিট সময় এগোবে। অ্যালুমিনিয়ামের লাইন বসালে, ব্যবধান কমে আড়াই মিনিটে চলে আসতে পারে।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

তবে এর জন্য সিগন্যালিং পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। মেট্রোর কর্তৃপক্ষ সূত্রে খবর, এই অ্যালুমিনিয়াম লাইন বিদ্যুতের সুপরিবাহী, অর্থাৎ এটির বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা খুবই ভালো।
ফলে সিস্টেম ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তির অপচয় হয় তা কম করার ক্ষমতা রয়েছে এই লাইনের। অ্যালুমিনিয়ামের থার্ড লাইনের ফলে মেট্রোয় আরও গতি আসবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

ফলে গন্তব্যে পৌঁছতে কম সময়ে লাগবে। সব থেকে বড় কথা এখানে শক্তির খরচ কম হওয়ায় সাশ্রয় হবে মেট্রোর। পাশাপাশি অ্যালুমিনিয়ামের তৈরি থার্ড লাইনে রক্ষণাবেক্ষণও করা যাবে সহজে।এই লাইন অত্যন্ত নির্ভরযোগ্য এবং স্থিতিশীল। কলকাতার মতো আবহাওয়ায় গরম ও আর্দ্রতাযুক্ত পরিবেশে এই ব্যবস্থা কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার আড়াই মিনিট অন্তর চলবে মেট্রো, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: যাত্রী সুরাহায় এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে প্রতি পাঁচ মিনিট অন্তর চলে মেট্রো। এবার সেই ব্যবধান কমিয়ে আনা হচ্ছে। প্রতি আড়াই মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।

কলকাতায় মেট্রো যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অফিস যাত্রী থেকে শুরু করে প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করে থাকে মেট্রোতে। উত্তর-দক্ষিণ শাখায় দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মানুষকে আরও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে কমবে ব্যবধান। ১৫০ সেকেন্ড বা আড়াই মিনিট সময় এগোবে। অ্যালুমিনিয়ামের লাইন বসালে, ব্যবধান কমে আড়াই মিনিটে চলে আসতে পারে।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

তবে এর জন্য সিগন্যালিং পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। মেট্রোর কর্তৃপক্ষ সূত্রে খবর, এই অ্যালুমিনিয়াম লাইন বিদ্যুতের সুপরিবাহী, অর্থাৎ এটির বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা খুবই ভালো।
ফলে সিস্টেম ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তির অপচয় হয় তা কম করার ক্ষমতা রয়েছে এই লাইনের। অ্যালুমিনিয়ামের থার্ড লাইনের ফলে মেট্রোয় আরও গতি আসবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

ফলে গন্তব্যে পৌঁছতে কম সময়ে লাগবে। সব থেকে বড় কথা এখানে শক্তির খরচ কম হওয়ায় সাশ্রয় হবে মেট্রোর। পাশাপাশি অ্যালুমিনিয়ামের তৈরি থার্ড লাইনে রক্ষণাবেক্ষণও করা যাবে সহজে।এই লাইন অত্যন্ত নির্ভরযোগ্য এবং স্থিতিশীল। কলকাতার মতো আবহাওয়ায় গরম ও আর্দ্রতাযুক্ত পরিবেশে এই ব্যবস্থা কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা