০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির সময় যেসব আমল করবেন

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
  • / 75

পুবের কলম,ওয়েবডেস্ক: বৃষ্টির সময় বান্দাহর আমল ও  দোয়া কবুল হয়। এই সময় ওজু করে নামায পড়ে দোয়া ও আমল করা সুন্নত। বৃষ্টির দিনের রয়েছে বিশেষ ৬টি আমল। যে আমলগুলো করতেন রাসূলুল্লাহ্ সা.। আমলগুলো কী?

বৃষ্টির সময় যেসব আমল করবেন

১) বৃষ্টির পানি স্পর্শ করা

বৃষ্টির প্রতিটি ফোঁটা রহমতের ধারা হয়ে জমিনে বর্ষিত হয়। তাই সুন্নত হল বৃষ্টির ছোঁয়া পেতে নিজেদের পরিধেয় বস্ত্রাংশ মেলে ধরা।

হাদিসে পাকে এসেছে- হযরত আনাস রা. বলেছেন,  ‘আমরা রাসূলুল্লাহ্ সা.-এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসূলুল্লাহ্ সা. তখন তাঁর পরিধেয় বস্ত্র প্রসারিত করলেন, যাতে পানি তাঁকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি (সা.) বললেন, কারণ তা তাঁর রবের কাছ থেকে  মাত্রই এসেছে।’ (মুসলিম, ৮৯৮)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

২) বৃষ্টির দোয়া পড়া

রহমতের বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ্ সা. বৃষ্টি হতে দেখলে বলতেন, ‘আল্লাহুম্মা সাইয়্যেবান  নাফিআ।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।’ (বুখারী, ১০৩২)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৩) বৃষ্টির সময় দোয়া করা

বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়। তাই এ সময়টি দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নত। হাদিসে পাকে এসেছে- হযরত সাহল বিন সাদ রা. বলেন, ‘দুই সময়ের দোয়া  ফেরত দেওয়া হয় না কিংবা খুব কমই ফেরত দেওয়া হয়- আযানের সময় দোয়া এবং রণাঙ্গণে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনা মতে, বৃষ্টির সময়ের দোয়া।’ (আবু দাউদ, ২৫৪০)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৪) বৃষ্টির পরে দোয়া পড়া

হযরত জায়েদ ইবনে খালেদ জুহানি রা. বলেন, ‘রাসূলুল্লাহ্ সা. হুদাইবিয়ায় রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামায পড়লেন। নামায শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি (সা.) বললেন, তোমরা কি  জানো, তোমাদের রব কী বলেছেন? তাঁরা বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি (সা.) বলেছেন, আমার বান্দাহদের কেউ আমার প্রতি ঈমান   নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে। যে বলেছে, বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহি তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা  বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে, অমুক অমুক তারকার কারণে, সে আমার প্রতি অস্বীকারকারী এবং তারকার প্রতি ঈমানদার।’ (বুখারী ৮৪৬; মুসলিম ১৫)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৫) অতিবৃষ্টি বন্ধে দোয়া পড়া

হযরত আনাস রা. বলেন, একদিন জুমার দিন রাসূলুল্লাহ্ সা. খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবি মসজিদে প্রবেশ করে আরজ করলেন, ‘হে আল্লাহর   রাসূল সা.! জীবজন্তু মৃত্যুমুখে পতিত হয়েছে, পথ রুদ্ধ হয়ে গেছে, আল্লাহতায়ালার কাছে আমাদের জন্য বৃষ্টি  প্রার্থনা করুন।’

তখনই রাসূলুল্লাহ্ সা. দুই হাত সম্প্রসারিত করে দোয়া করলেন, ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা;  আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল ঝিবালি ওয়াল আঝামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাঝারি।’

বৃষ্টির সময় যেসব আমল করবেন

অর্থ : ‘হে আল্লাহ্! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ্! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন।’ (বুখারী ৯৩৩; মুসলিম ৮৯৭)

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহ্কে বৃষ্টির সময় উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। সুন্নত আমলে জীবন গড়ার তাওফিক দান করুন।

বৃষ্টির সময় যেসব আমল করবেন

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃষ্টির সময় যেসব আমল করবেন

আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বৃষ্টির সময় বান্দাহর আমল ও  দোয়া কবুল হয়। এই সময় ওজু করে নামায পড়ে দোয়া ও আমল করা সুন্নত। বৃষ্টির দিনের রয়েছে বিশেষ ৬টি আমল। যে আমলগুলো করতেন রাসূলুল্লাহ্ সা.। আমলগুলো কী?

বৃষ্টির সময় যেসব আমল করবেন

১) বৃষ্টির পানি স্পর্শ করা

বৃষ্টির প্রতিটি ফোঁটা রহমতের ধারা হয়ে জমিনে বর্ষিত হয়। তাই সুন্নত হল বৃষ্টির ছোঁয়া পেতে নিজেদের পরিধেয় বস্ত্রাংশ মেলে ধরা।

হাদিসে পাকে এসেছে- হযরত আনাস রা. বলেছেন,  ‘আমরা রাসূলুল্লাহ্ সা.-এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসূলুল্লাহ্ সা. তখন তাঁর পরিধেয় বস্ত্র প্রসারিত করলেন, যাতে পানি তাঁকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি (সা.) বললেন, কারণ তা তাঁর রবের কাছ থেকে  মাত্রই এসেছে।’ (মুসলিম, ৮৯৮)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

২) বৃষ্টির দোয়া পড়া

রহমতের বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ্ সা. বৃষ্টি হতে দেখলে বলতেন, ‘আল্লাহুম্মা সাইয়্যেবান  নাফিআ।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।’ (বুখারী, ১০৩২)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৩) বৃষ্টির সময় দোয়া করা

বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়। তাই এ সময়টি দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নত। হাদিসে পাকে এসেছে- হযরত সাহল বিন সাদ রা. বলেন, ‘দুই সময়ের দোয়া  ফেরত দেওয়া হয় না কিংবা খুব কমই ফেরত দেওয়া হয়- আযানের সময় দোয়া এবং রণাঙ্গণে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনা মতে, বৃষ্টির সময়ের দোয়া।’ (আবু দাউদ, ২৫৪০)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৪) বৃষ্টির পরে দোয়া পড়া

হযরত জায়েদ ইবনে খালেদ জুহানি রা. বলেন, ‘রাসূলুল্লাহ্ সা. হুদাইবিয়ায় রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামায পড়লেন। নামায শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি (সা.) বললেন, তোমরা কি  জানো, তোমাদের রব কী বলেছেন? তাঁরা বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি (সা.) বলেছেন, আমার বান্দাহদের কেউ আমার প্রতি ঈমান   নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে। যে বলেছে, বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহি তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা  বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে, অমুক অমুক তারকার কারণে, সে আমার প্রতি অস্বীকারকারী এবং তারকার প্রতি ঈমানদার।’ (বুখারী ৮৪৬; মুসলিম ১৫)

বৃষ্টির সময় যেসব আমল করবেন

৫) অতিবৃষ্টি বন্ধে দোয়া পড়া

হযরত আনাস রা. বলেন, একদিন জুমার দিন রাসূলুল্লাহ্ সা. খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবি মসজিদে প্রবেশ করে আরজ করলেন, ‘হে আল্লাহর   রাসূল সা.! জীবজন্তু মৃত্যুমুখে পতিত হয়েছে, পথ রুদ্ধ হয়ে গেছে, আল্লাহতায়ালার কাছে আমাদের জন্য বৃষ্টি  প্রার্থনা করুন।’

তখনই রাসূলুল্লাহ্ সা. দুই হাত সম্প্রসারিত করে দোয়া করলেন, ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা;  আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল ঝিবালি ওয়াল আঝামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাঝারি।’

বৃষ্টির সময় যেসব আমল করবেন

অর্থ : ‘হে আল্লাহ্! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ্! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন।’ (বুখারী ৯৩৩; মুসলিম ৮৯৭)

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহ্কে বৃষ্টির সময় উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। সুন্নত আমলে জীবন গড়ার তাওফিক দান করুন।

বৃষ্টির সময় যেসব আমল করবেন