০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারিরা, জারি কড়া নির্দেশিকা

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার
  • / 62

পুবের কলম ওয়েব ডেস্কঃ সরকারি কর্মচারি এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার। প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে সরকারি কর্মচারিও আধিকারিকদের। দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার।

অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন, এখন থেকে কোনও সরকারি আধিকারিক কিংবা কর্মচারি, যাঁর একজন স্ত্রী বর্তমান, তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয়, মহিলা কর্মচারি, আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারি বা এমন কোনও ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না, যে ব্যক্তির স্ত্রী রয়েছেন।

আরও পড়ুন: শুধুমাত্র মুসলিম নয়, সব সম্প্রদায়ের মধ্যেই বহুবিবাহ   

পুরুষ ও মহিলা কর্মী-আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে কড়া আইন। অর্থাৎ এই বিধি-লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে। অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারি বিধি লঙঘন করবেন, তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারিরা, জারি কড়া নির্দেশিকা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সরকারি কর্মচারি এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার। প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে সরকারি কর্মচারিও আধিকারিকদের। দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার।

অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন, এখন থেকে কোনও সরকারি আধিকারিক কিংবা কর্মচারি, যাঁর একজন স্ত্রী বর্তমান, তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয়, মহিলা কর্মচারি, আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারি বা এমন কোনও ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না, যে ব্যক্তির স্ত্রী রয়েছেন।

আরও পড়ুন: শুধুমাত্র মুসলিম নয়, সব সম্প্রদায়ের মধ্যেই বহুবিবাহ   

পুরুষ ও মহিলা কর্মী-আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে কড়া আইন। অর্থাৎ এই বিধি-লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে। অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারি বিধি লঙঘন করবেন, তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ হবে।