২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাজমহল মোটেই সম্রাট শাহজাহান তৈরি করেননি মামলা দিল্লি হাইকোর্টে

সামিমা এহসানা
  • আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার
  • / 86

পুবের কলম ওয়েব ডেস্কঃ আপনি স্কুলের বইতে নিশ্চয়ই পড়েছেন তাজমহল তৈরি করেছিলেন মোগল সম্রাট শাহজাহান। এটি তৈরি হয় তাঁর স্ত্রীর স্মৃতিতে। নাম দেওয়া হয়েছিল মমত্যেছিল।নাম দিয়েছিলেন খোদ শাহজাহান। কিন্তু এখন আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে চূড়ান্ত খবরের জন্য। দিল্লি হাইকোর্টে একটি পিএলআই দায়ের করা হয়েছে, যাতে দাবি করা হয়েছে, আমরা তাজমহল সম্পর্কে ভুল তথ্য জানি। কারণ তাজমহল আদৌ তৈরি করেননি মোগল সম্রাট শাহজাহান। তাই স্কুল-কলেজের সমস্ত বই থেকে তাজমহল স্রষ্টা হিসেবে শাহজাহানের নাম বাদ দেওয়া উচিৎ।

এনজিও হিন্দু সেনা এস-এর প্রেসিডেন্ট সুরজিত সিং যাদব আদালতের নির্দেশ চেয়েছেন যাতে বিবাদী জবাব দিতে পারেন। তার জবাবে তাকে বলতে হবে প্রকৃত ঐতিহাসিক তথ্য কি। তার মতে, তাজমহলের প্রকৃত সত্য হল তাজমহল আসলে রাজা মান সিং-এর ভবন। শাহজাহান এই মহল নিয়ে এর কিছু মেরামতির কাজ করিয়েছিলেন বলে দাবি সুরজিৎ সিং-এর। সুরজিত সিং এও বলেন, রাজা মানসিং এর ভবন ভেঙে তাজমহল তৈরি হয়েছে এরও কোনও প্রমাণ নেই।

আরও পড়ুন: তাজমহলের অন্দরমহলের ভিডিয়ো ভাইরাল, উঠল নানা প্রশ্ন

পিআইএল-এ যাদব বলেছেন, আরকিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) কে আদালত নির্দেশ দিক তারা যেন বিষয়টি পৃথক তদন্ত করে। আবেদনকারীর মতে, এএসআই এর উচিত রাজা মান সিং-এর মহলের বয়স নির্ধারণ করা। কারণ এই তথ্যটি সুরজিত সিং পেয়েছেন ১৬৩২ থেকে ১৬৩৮ এর মধ্যে লিখিত ‘বাদশাহনামা’ নামক বইয়ে যেটি লিখেছেন আবদুল হামিদ সাবেরি এবং কাজউইনিতে।

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

আরও পড়ুন: ‘তাজমহল, লালকেল্লা গুঁড়িয়ে দিচ্ছে না কেন?’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তাজমহল মোটেই সম্রাট শাহজাহান তৈরি করেননি মামলা দিল্লি হাইকোর্টে

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আপনি স্কুলের বইতে নিশ্চয়ই পড়েছেন তাজমহল তৈরি করেছিলেন মোগল সম্রাট শাহজাহান। এটি তৈরি হয় তাঁর স্ত্রীর স্মৃতিতে। নাম দেওয়া হয়েছিল মমত্যেছিল।নাম দিয়েছিলেন খোদ শাহজাহান। কিন্তু এখন আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে চূড়ান্ত খবরের জন্য। দিল্লি হাইকোর্টে একটি পিএলআই দায়ের করা হয়েছে, যাতে দাবি করা হয়েছে, আমরা তাজমহল সম্পর্কে ভুল তথ্য জানি। কারণ তাজমহল আদৌ তৈরি করেননি মোগল সম্রাট শাহজাহান। তাই স্কুল-কলেজের সমস্ত বই থেকে তাজমহল স্রষ্টা হিসেবে শাহজাহানের নাম বাদ দেওয়া উচিৎ।

এনজিও হিন্দু সেনা এস-এর প্রেসিডেন্ট সুরজিত সিং যাদব আদালতের নির্দেশ চেয়েছেন যাতে বিবাদী জবাব দিতে পারেন। তার জবাবে তাকে বলতে হবে প্রকৃত ঐতিহাসিক তথ্য কি। তার মতে, তাজমহলের প্রকৃত সত্য হল তাজমহল আসলে রাজা মান সিং-এর ভবন। শাহজাহান এই মহল নিয়ে এর কিছু মেরামতির কাজ করিয়েছিলেন বলে দাবি সুরজিৎ সিং-এর। সুরজিত সিং এও বলেন, রাজা মানসিং এর ভবন ভেঙে তাজমহল তৈরি হয়েছে এরও কোনও প্রমাণ নেই।

আরও পড়ুন: তাজমহলের অন্দরমহলের ভিডিয়ো ভাইরাল, উঠল নানা প্রশ্ন

পিআইএল-এ যাদব বলেছেন, আরকিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) কে আদালত নির্দেশ দিক তারা যেন বিষয়টি পৃথক তদন্ত করে। আবেদনকারীর মতে, এএসআই এর উচিত রাজা মান সিং-এর মহলের বয়স নির্ধারণ করা। কারণ এই তথ্যটি সুরজিত সিং পেয়েছেন ১৬৩২ থেকে ১৬৩৮ এর মধ্যে লিখিত ‘বাদশাহনামা’ নামক বইয়ে যেটি লিখেছেন আবদুল হামিদ সাবেরি এবং কাজউইনিতে।

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

আরও পড়ুন: ‘তাজমহল, লালকেল্লা গুঁড়িয়ে দিচ্ছে না কেন?’