২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেলেঙ্গানায় কংগ্রেসের ইস্তাহার প্রকাশ: বিনামূল্যে জমি,বিদ্যুৎ,মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া ভাতা সহ একাধিক প্রতিশ্রুতি

পুবের কলম ডেস্ক:

তেলেঙ্গানার জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হায়দরাবাদের গান্ধি ভবনে দলের তরফে তিনি ইস্তেহার প্রকাশ করেন।১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ আসন এবং ছত্তিশগড়ের ৭০ টি আসনের নির্বাচন হচ্ছে। তারই মধ্যে এদিন তিনি এই ইস্তাহার প্রকাশ করলেন।

ইস্তেহারে দলের দ্বারা ঘোষিত ছটি গ্যারান্টি ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার কংগ্রেস ইনচার্জ মানিকরাও ঠাকরে, টিপিসিসি সভাপতি রেভান্থ রেড্ডি, সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা এবং ইস্তেহার কমিটির চেয়ারম্যান ডি শ্রীধরবাবু ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, তাদের দল ক্ষমতায় এলে মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। একে মহালক্ষ্মী স্কীম নাম দেওয়া হয়েছে।

এছাড়া এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় এবং আরটিসির বাসে তারা বিনামূল্যে যাওয়ার সুযোগ পাবেন। রাইথু ভরোসা স্কিম: কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে।রাইথু ভরোসা স্কিম: কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। ইস্তেহারে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, গৃহ জ্যোতি প্রকল্পে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ইন্দিরা আম্মা ইন্দলু স্কিমে বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি এবং পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে।
যুব বিকাশ স্কিমে শিক্ষার্থীদের ৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়াও তেলেঙ্গানার প্রতিটি জেলায় আন্তর্জাতিক স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চেয়ুথা প্রকল্পে প্রবীণ নাগরিকদের চার হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াো রাজ্যে আরোগ্যশ্রীর অধীনে তাদেরকে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে। ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর। তিন ডিসেম্বর ভোট গণনা করা হবে। এবার তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএস ছাড়াও কংগ্রেস ও বিজেপির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।
উল্লেখ করা যেতে পারে ২০১৮-র তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনে ১১৯ টি আসনের মধ্যে বিআরএস ৮৮ টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিল। কংগ্রেস সেখানে পেয়েছিল ১৯ টি আসন। অন্যদিকে ওয়েইসির এআইএমআইএম পেয়েছিল সাতটি আসন। তেলেগু দেশম পার্টি দুটি, বিজেপি একটি, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ( এআইবিএফ) একটি আসন পায়। এছাড়াও একটি আসনে জয়ী হয়েছিলেন এক নির্দলীয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনে, অন্ধ্রপ্রদেশে পুড়ে ছাই ১৫৮ যাত্রীবোঝাই দুই কামরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলেঙ্গানায় কংগ্রেসের ইস্তাহার প্রকাশ: বিনামূল্যে জমি,বিদ্যুৎ,মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া ভাতা সহ একাধিক প্রতিশ্রুতি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ডেস্ক:

তেলেঙ্গানার জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হায়দরাবাদের গান্ধি ভবনে দলের তরফে তিনি ইস্তেহার প্রকাশ করেন।১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ আসন এবং ছত্তিশগড়ের ৭০ টি আসনের নির্বাচন হচ্ছে। তারই মধ্যে এদিন তিনি এই ইস্তাহার প্রকাশ করলেন।

ইস্তেহারে দলের দ্বারা ঘোষিত ছটি গ্যারান্টি ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার কংগ্রেস ইনচার্জ মানিকরাও ঠাকরে, টিপিসিসি সভাপতি রেভান্থ রেড্ডি, সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা এবং ইস্তেহার কমিটির চেয়ারম্যান ডি শ্রীধরবাবু ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, তাদের দল ক্ষমতায় এলে মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। একে মহালক্ষ্মী স্কীম নাম দেওয়া হয়েছে।

এছাড়া এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় এবং আরটিসির বাসে তারা বিনামূল্যে যাওয়ার সুযোগ পাবেন। রাইথু ভরোসা স্কিম: কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে।রাইথু ভরোসা স্কিম: কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। ইস্তেহারে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, গৃহ জ্যোতি প্রকল্পে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ইন্দিরা আম্মা ইন্দলু স্কিমে বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি এবং পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে।
যুব বিকাশ স্কিমে শিক্ষার্থীদের ৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়াও তেলেঙ্গানার প্রতিটি জেলায় আন্তর্জাতিক স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চেয়ুথা প্রকল্পে প্রবীণ নাগরিকদের চার হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াো রাজ্যে আরোগ্যশ্রীর অধীনে তাদেরকে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে। ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর। তিন ডিসেম্বর ভোট গণনা করা হবে। এবার তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএস ছাড়াও কংগ্রেস ও বিজেপির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।
উল্লেখ করা যেতে পারে ২০১৮-র তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনে ১১৯ টি আসনের মধ্যে বিআরএস ৮৮ টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিল। কংগ্রেস সেখানে পেয়েছিল ১৯ টি আসন। অন্যদিকে ওয়েইসির এআইএমআইএম পেয়েছিল সাতটি আসন। তেলেগু দেশম পার্টি দুটি, বিজেপি একটি, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ( এআইবিএফ) একটি আসন পায়। এছাড়াও একটি আসনে জয়ী হয়েছিলেন এক নির্দলীয়।