ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে আহমদাবাদ ও দিল্লি পুলিশের ভাইরাল পোস্ট
- আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, রবিবার
- / 41
পুবের কলম ওয়েব ডেস্ক:
মাঠ প্রস্তুত। এবার কেবলমাত্র ব্যাটে বল আসার অপেক্ষা। বিশ্বকাপ ফাইনালের বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর প্রহর গুণছে গোটা দেশ। ১ লাখেরও বেশি দর্শক রবিবার লাইভ ম্যাচের সাক্ষী থাকবেন আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট গুজরাট পুলিশের।নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আহমদাবাদকে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে আঁটসাঁট নিরাপত্তার। আর এই সব কিছুর দায়িত্বে গুজরাট পুলিশ। গুরুদায়িত্ব পালনের পাশাপাশি ক্রিকেট জ্বরে গা ভাসিয়েছেন পুলিশ আধিকারিকরাও। আহমদাবাদ পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন তারই প্রমাণ।সচেতনতা বাড়াতে, টিকিটের কালোবাজারি রুখতে অভিনব পন্থা বের করেছে আহমদাবাদ পুলিশ। ফাইনাল ম্যাচের টিকিটের নাম করে কালোবাজারি রুখতে বিশেষ বার্তা উঠে এল গুজরাট পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্টে।
‘চলুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমর্থন করি। চিৎকরি করি। টাইম টু ব্লিড ব্লু।’ এমনটাই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে গুজরাট এবং অহমেদাবাদ পুলিশ। একইসঙ্গে সচেতনতা গড়তে তাদের বার্তা, ‘আসুন সকলে মিলে টিকিটের কালোবাজারি রুখে দিই।’
দিল্লি পুলিশ একটি শ্লেষ-উদ্দেশ্যযুক্ত ট্র্যাফিক পরামর্শ দিয়েছে এবং এক্স হ্যান্ডলে (পূর্বে টুইটারে) লিখেছে, “ভারত, আপনি ইতিমধ্যেই জানেন কী করতে হবে!”
দিল্লি পুলিশ একটি বিশেষ বার্তা দিয়ে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে। হলুদ আলোর মোটিফ ব্যবহার করে, ‘যাওয়ার জন্য প্রস্তুত হও’ ইঙ্গিত করে, পুলিশ বাহিনী, এক্স-এর একটি পোস্টে, ‘মেন ইন ব্লু’-কে সতর্কতার সঙ্গে ট্রফির জন্য যেতে বলেছে।