বিমান সেবিকার হাত ধরে দুর্ব্যবহার, গ্রেফতার মদ্যপ

- আপডেট : ২০ নভেম্বর ২০২৩, সোমবার
- / 57
পুবের কলম, ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় বিমানে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত রণধীর সিংকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রণধীর সিং জয়পুর থেকে বেঙ্গালুরু যাওয়ার ফ্লাইটে মদ্যপ অবস্থায় বিমান সেবিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযুক্ত মদ্যপান করার সময় এক সেবিকার হাত ধরার চেষ্টা করেন এবং তাকেও মদ্যপান করতে বলেন। এই ঘটনার পর বিমানের অন্যান্য সেবিকারা তাকে ভদ্রতা বজায় ও নিয়ম মানতে বলেন। সে সবের তোয়াক্কা না করে তিনি ফের দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তারপরই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশকে জানানো হয়। বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করার সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ইন্ডিগো বিমান সংস্থা এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনায় অন্যান্য যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত।