৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জ্বরের কারণ খতিয়ে দেখা হোক, এসএসকেএম-এ বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

  • সুস্মিতা
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 37

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে বহু শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন। শুধু তাই নয়, কলকাতাতেও বহু শিশু অজানা জ্বরে আক্রান্ত। বহু শিশুর চিকিৎসা চলছে সরকারি বা বেসরকারি হাসপাতালে । বিভিন্ন জেলা থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এই অবস্থায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য দফতরও। যদিও এই অবস্থায় কিছুটা হলেও আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতিতে এই অজানা জ্বর ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার এসএসকেএমে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন তিনি। সেখানে অজানা জ্বর নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
সত্রের খবর, এই বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, মূলত আরএস ভাইরাসের কারনেই এই অজানা জ্বর । শুধু তাই নয়, ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এই কমিটির সদস্যেরা জ্বরের কারণ অনুসন্ধান করে চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা তৈরি করছে। জ্বরের কারণ দ্রুত সনাক্তকরণ করার জন্যে স্বাস্থ্য আধিকারিকদের ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জ্বরের কারণ কী, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জ্বরের কারণ খতিয়ে দেখা হোক, এসএসকেএম-এ বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে বহু শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন। শুধু তাই নয়, কলকাতাতেও বহু শিশু অজানা জ্বরে আক্রান্ত। বহু শিশুর চিকিৎসা চলছে সরকারি বা বেসরকারি হাসপাতালে । বিভিন্ন জেলা থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এই অবস্থায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য দফতরও। যদিও এই অবস্থায় কিছুটা হলেও আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতিতে এই অজানা জ্বর ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার এসএসকেএমে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন তিনি। সেখানে অজানা জ্বর নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
সত্রের খবর, এই বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, মূলত আরএস ভাইরাসের কারনেই এই অজানা জ্বর । শুধু তাই নয়, ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এই কমিটির সদস্যেরা জ্বরের কারণ অনুসন্ধান করে চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা তৈরি করছে। জ্বরের কারণ দ্রুত সনাক্তকরণ করার জন্যে স্বাস্থ্য আধিকারিকদের ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জ্বরের কারণ কী, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।