পুবের কলম, ওয়েবডেস্ক: তিন রাজ্যের নির্বাচনে বিজেপির জয়ের পিছনে ইভিএম কারচুপি বলে অভিযোগ করেছিলেন তিনি। এ বার কারচুপির অভিযোগকে আরও জোরালো করলেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। এক্স-হ্যান্ডলে কংগ্রেস সাংসদ দু’টি স্ক্রিনশট শেয়ার করেছেন। একটি ফেসবুক থেকে এবং অন্যটি ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। দিগ্বিজয় লিখেছেন, এই দু’টি ছবি ভালো ভাবে দেখুন। বিজেপি কর্মীরা লিখেছেন, খচরোড় বিধানসভা আসনে প্রত্যেক প্রার্থী কত ব্যবধানে কত ভোট পেয়েছেন। উল্লেখ্য, গণনার দু’দিন আগে, অর্থাৎ ১ ডিসেম্বর সমাজমাধ্যমে এই পোস্টটি করা হয়েছিল। এখন ফলাফলের সঙ্গে এর মিল দেখুন। মধ্যপ্রদেশের নাগাড়া-খচরোেড় আসনে বিজেপির ড. তেজবাহাদুর সিংহ চৌহান কংগ্রেসের দিলীপ সিংহ গুর্জরকে ১৫,২৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিজেপির জয়ে কারচুপির অভিযোগ জোরালো করলেন দিগ্বিজয়
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- 61
সর্বধিক পাঠিত





























