ইসরাইলের ২৫ সেনা, ৪১ সামরিক যান ধ্বংস করল হামাস

- আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 35
গাজা, ২১ ডিসেম্বর: গাজায় আড়াই মাসের বেশি সময় ধরে লাগাতার হামলা ও নৃশংস গণহত্যা চালিয়েও হামাস যোদ্ধাদের হারাতে পারছে না ইসরাইল। বরং তাদের ক্ষয়ক্ষতি ক্রমশ বাড়ছে বলে জানা গেছে। বহু ইসরাইলি সেনা আহত হয়েছে গত কয়েকদিনে। গাজা সিটির একটি ফ্রন্টের বেশিরভাগ সেনাকেই তেল আবিবে ফেরত পাঠানো হয়েছে বিমানে করে। ইসরাইল যে যুদ্ধে বেকায়দা পরিস্থিতি রয়েছে সেটা বোঝা যায় তাদের যুদ্ধবিরতি আলোচনা দেখে।
তবে হামাস জানিয়েছে, গাজায় পুরোপুরি হামলা বন্ধ হলে তবেই শান্তিচুক্তি নিয়ে আলোচনা হবে। নিজেদের কণ্ঠকে আরও চড়া করেছে স্বাধীনতা যোদ্ধা গোষ্ঠী হামাস। এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক ভিডিয়োতে জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় হামাস যোদ্ধারা ২৫ জন ইসরাইলি সেনাকে হত্যা ও ৪১টি সামরিক যান ধ্বংস করেছে। তিনি বলেন, আমরা দুটি টানেল ও একটি বাড়িতে বিস্ফোরক পেতে রেখেছিলাম। শত্রু সেনারা সেসব স্থানে ঢোকামাত্র বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করেছি। পাশাপাশি, বৃহস্পতিবার তেল আবিবেও রকেট হামলা চালিয়েছে হামাস। ৩৫টি রকেট ছোড়া হয়েছে তেল আবিবে। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি আয়রন ডোমের কারণে।
নিহত ২৫ সেনার মধ্যে ৭ জন মারা গেছে মুখোমুখি সংঘর্ষের সময়। এছাড়া একটি ভবনে অবস্থান করা সেনাদের লক্ষ্য করে হামলা চালালে সেখানে পাঁচজন নিহত হয়। এর পাশাপাশি একটি সেনা ঘাঁটিতে হামাস যোদ্ধারা মর্টার শেল নিক্ষেপ করলে চার সেনা মারা যায়। এদিকে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা আজ ভোরেই গাজা উপত্যকায় তাদের আরও তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এ নিয়ে ইসরাইল এ পর্যন্ত তদের ১৩৭ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল। টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহত তিন সেনার মধ্যে দুইজন লেফটেন্যান্ট রয়েছেন। এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত আট সেনা আহত হয়েছে। এর মধ্যে তিন জন অফিসার পর্যায়ের সেনা।