লখনউ, ১৪ আগস্ট: অযোধ্যায় রামলালার মূর্তি তৈরি করেছিলেন শিল্পী অরুণ যোগীরাজ। আমেরিকায় কনফারেন্সে আমন্ত্রিত ছিলেন শিল্পী। পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। শিল্পীকে পাঠানো হয়েছিল আমন্ত্রণ পত্রও। কিন্ত শেষ মুহূর্তে শিল্পী অরুণ যোগীরাজকে ভিসা দিল না আমেরিকা।
তবে কেন শিল্পী অরুণ যোগীরাজের ভিসা বাতিল করে দেওয়া হল তা নিয়ে কোনও সদুত্তর দেয়নি মার্কিন প্রশাসন। কিন্ত ভিসা বাতিলের কারণে কনফারেন্সে আমেরিকায় যাওয়া হচ্ছে না শিল্পীর।
ভার্জিনিয়ার রিচমন্ডের গ্রেটার রিচমন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ১২ তম আক্কা বিশ্ব কন্নড় সম্মেলন। চলবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
শিল্পী যোগীরাজকে লেখা আমন্ত্রণ পত্রে লেখা ছিল 'ভাস্কর্যের ক্ষেত্রে আপনার উল্লেখযোগ্য অবদান আমাদের মনোযোগ আকর্ষণ করেছে এবং আমরা বিশ্বাস করি যে আপনার শৈল্পিক দৃষ্টিভঙ্গি আমাদের সম্মেলনকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে। আপনার কাজ সৃজনশীলতা এবং উদ্ভাবনের চেতনাকে মূর্ত করে, এমন গুণাবলী যা আমাদের ইভেন্টের উদ্দেশ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে মমতা, কেজরির মাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন তৃণমূল সুপ্রিমো
নিট কেলেঙ্কারি: প্রশ্ন ফাঁসে সিবিআইয়ের জালে কুমার ও রাজু
'No safety, No Duty' আমরা এখানে মরতে আসিনি... আরজিকর কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের, সামিল দিল্লির এইমস
পরিবারের দাবি, এর আগে অরুণের স্ত্রী আমেরিকায় গিয়েছেন তখন কোনও সমস্যা হয়নি। হঠাৎ ওনার ভিসা কেন বাতিল করা হল সে বিষয়েও কিছুই বোঝা যাচ্ছে না। অরুণ জানিয়েছেন, তিনি তার নথিপত্র সব ঠিকঠাক জমা দিয়ে ছিলেন। তার পরেও কী কারণে তার ভিসা আটকে দেওয়া হল তা নিয়ে হতবাক শিল্পীর পরিবার।
প্রসঙ্গত, আমেরিকায় বছরে দু'বার বিশ্ব কন্নড় কনফারেন্সের আয়োজন করা হয়। আমেরিকা-সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কন্নড় সম্প্রদায়ের মানুষদের এক ছাতার তলায় আনাই লক্ষ্য।