কুয়োয় পড়েও প্রাণে বাঁচল ৬ বছরের শিশু

- আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 48
পুবের কলম ওয়েব ডেস্কঃ বড়সড় বিপদ থেকে রক্ষা পেল ৬ বছরের এক শিশু। খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল সে। এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছে সে। উল্লেখ্য, খেলা করতে করতে কয়েক ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল এক ৬ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়। শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনেই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তারা।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় জল সরবরাহের জন্য হাপুর পুরসভার তরফে ৬০ ফুট গভীর কুয়োটি খনন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই সেটির মুখটি খোলা। যেকারণে এলাকাবাসীরা সেটি ব্যবহার করেন না। তবে কুয়োর মুখ খোলা থাকার জন্য এই ঘটনাটি ঘটেছে বলেই মনে করছেন এলাকার একাংশ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আঘাত পায়নি সে।